ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে ৪ জন নিহত, আহত ৭

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৭, ২৮ মার্চ ২০২৪   আপডেট: ১১:২৩, ২৮ মার্চ ২০২৪
যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে ৪ জন নিহত, আহত ৭

যুক্তরাষ্ট্রের উত্তর ইলিনয়ে ছুরিকাঘাতে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭ জন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।

রকফোর্ড পুলিশের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে। 

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইলিনয়ে স্থানীয় সময় বুধবার দুপুরে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এক আততায়ী ইলিনয়ের একাধিক জায়গায় নৃশংসভাবে হামলা চালায়। এলোপাথাড়ি ছুরিকাঘাত করে বেশ কয়েকজনকে। ছুরিকাঘাতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ১৫ বছর বয়সী তরুণী, ৬৩ বছর বয়সী এক নারী, ৪৯ বছর বয়সী এক পুরুষ এবং ২২ বছর বয়সী একজন তরুণ রয়েছেন।গুরুতর আহত হয়েছেন আরো ৭ জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসা চলছে তাদের।

নিহতদের পরিচয় প্রকাশ করেনি রকফোর্ড পুলিশ। 

রকফোর্ড ফায়ার ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্ট চিফ উইল পেডারসন জানান, নিহত চারজনের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়।

রকফোর্ড পুলিশ প্রধান কারলা রেড এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘স্থানীয় সময় দুপুর প্রায় সোয়া ১টার দিকে আমাদের কাছে বেশ কয়েকটি ফোন আসে। এই ঘটনা খুবই ভয়ংকর। যারা মারা গেছেন ও আহত হয়েছেন তাদের প্রত্যেকের শরীরেই ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ইতিমধ্যে ২২ বছর বয়সী সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।’

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়