ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ২৮ মার্চ ২০২৪   আপডেট: ১৩:৫৫, ২৮ মার্চ ২০২৪
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৯

দক্ষিণ লেবাননের দুটি শহর লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৯ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এছাড়া আরো অনেকে আহত হয়েছেন।

দেশটির ন্যাশনাল নিউজ এজেন্সির বরাত দিয়ে বৃহস্পতিবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। 

ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয়, বুধবার (২৭ মার্চ) টায়ার জেলার তাইর হারফা শহরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৬ জন লেবানিজ নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

বার্তা সংস্থাটি আরও জানায়, নাকোরা শহরে একটি ক্যাফে লক্ষ্য করে ইসরায়েল আরেকটি বিমান হামলা চালায়, যার ফলে তিনজন লেবানিজ নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

নাকোরা ও তাইর হারফা শহরে বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল। তবে হামলাগুলো হিজবুল্লাহর আস্তানা লক্ষ্য করে চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। 

মূলত গেল বছরের ৭ অক্টোবর থেকে হামাস-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকেই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সীমান্ত যুদ্ধ বেড়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে আন্তঃসীমান্ত সংঘাতে গত কয়েক মাসে দুই শতাধিক হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন।

এছাড়া ইসরায়েলি হামলায় লেবাননের প্রায় ৬০ জন বেসামরিকের প্রাণহানি হয়েছে। অন্যদিকে হিজবুল্লাহর হামলাতে ইসরায়েলে ১০ সেনা ও ৭ বেসামরিক নিহত হয়েছেন।

কয়েক মাস ধরে চলা এই হামলা-পাল্টা হামলায় ইসরায়েল-লেবানন উভয়ের সীমান্তবর্তী গ্রামগুলোর লাখ লাখ বাসিন্দা বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার জবাবে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযান বন্ধ হলে হিজবুল্লাহও ইসরায়েলে হামলা বন্ধ করবে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

/ফিরোজ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়