ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দক্ষিণ কোরিয়ায় রোবটের ‘আত্মহত্যা’!

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৫, ২৯ জুন ২০২৪   আপডেট: ১৮:৩১, ২৯ জুন ২০২৪
দক্ষিণ কোরিয়ায় রোবটের ‘আত্মহত্যা’!

দক্ষিণ কোরিয়ায় ‘আত্মহত্যা করেছে’ সরকারি দপ্তরের কর্মচারী একটি রোবট। দক্ষিণ কোরিয়ার নর্থ গিয়ংসাংয়ের গুমি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে চলতি সপ্তাহে ডেইলি মেইল জানিয়েছে।

রোবটটিকে গুমি সিটি কাউন্সিলে ফাইলপত্র আনা-নেওয়ার কাজ করতো। 

আরো পড়ুন:

সিটি কাউন্সিল কর্তৃপক্ষ গত বুধবার (২৬ জুন) জানিয়েছে, রোবটটি গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সিঁড়ি থেকে দুই মিটার নিচে পড়ে যাওয়ার পরে অকেজো হয়ে গেছে।

গুমি সিটি জানিয়েছে, ‘রোবট সুপারভাইজার’কে কাউন্সিল ভবনের প্রথম এবং দ্বিতীয় তলার মধ্যে সিঁড়ির মধ্যে পড়ে থাকা অবস্থায় পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোবটটিকে ‘এক জায়গায় ঘুরতে দেখা যায়, যেন এর কোনো সমস্যা হয়েছে। এরপর এটি সিঁড়ির ওপর থেকে দুই মিটার নিচে পড়ে খণ্ড বিখণ্ড হয়ে যায়।
 
তবে ঠিক কি কারণে এ ঘটনা ঘটেছে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

সিটি কাউন্সিলের এক কর্মকর্তা বলেছেন, ‘রোবটের যন্ত্রাংশ সংগ্রহ করা হয়েছে। সেগুলো এর প্রস্তুতকারকদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’

স্থানীয় সংবাদমাধ্যমে রোবটের আত্মহত্যা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কয়েকটি সংবাদমাধ্যম বলেছে, ‘অধ্যবসায়ী সিভিল অফিসার কেন এটা করল? রোবটের জন্য ‘কাজটা কি খুব কঠিন ছিল?’

এই সংবাদের প্রতিক্রিয়ায় অনেকে লিখেছেনম ‘যদি কাজের চাপ খুব বেশি হত, তবে সে কি দীর্ঘক্ষণ ঘুরে বেড়াত এবং দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়েছিল?’

অন্য একজন লিখেছেন, ‘আমি প্রার্থনা করি স্ক্র্যাপ মেটাল শান্তিতে থাকুক।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়