ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাম গুলিয়ে ফেলছেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ১২ জুলাই ২০২৪   আপডেট: ১৬:৩৫, ১২ জুলাই ২০২৪
নাম গুলিয়ে ফেলছেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নামের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম গুলিয়ে ফেলে আবারও বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ৭৫তম সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে এ বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়।

বাইডেন প্রেসিডেন্ট জেলেনস্কির পরিচয় দিতে গিয়ে বলেন, ‘এখন আমি এটি ইউক্রেনের প্রেসিডেন্টের কাছে হস্তান্তর করতে চাই, যার দৃঢ় সংকল্পের মতো সাহস আছে, ভদ্রমহিলা ও ভদ্রলোক, প্রেসিডেন্ট পুতিন।’

আরো পড়ুন:

বাইডেনের এই বক্তব্যের পর জেলেনস্কি অপ্রস্তুত বোধ করতে শুরু করেন। অবশ্য এরপর তিনি মাথা নেড়ে হেসে ওঠেন।

৮১ বছরের বাইডেনও দ্রুত নিজেকে সংশোধন করে বললেন, ‘প্রেসিডেন্ট পুতিন, আপনি প্রেসিডেন্ট পুতিনকে পরাজিত করতে যাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। আমি পুতিনকে পরাজিত করতে খুব মনোযোগী।’

জেলেনস্কি ততক্ষণে সামাল দিয়ে উঠেছিলেন এবং বলেন, ‘আমি (পুতিনের চেয়ে) ভাল।’

এর কিছুক্ষণ পরেই আরেকটি ভুল করেন বাইডেন। তিনি তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নামের সঙ্গে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের নাম গুলিয়ে ফেলেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়