ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশ্বে কোটিপতির সংখ্যা ৫ কোটি ৮০ লাখ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ২৭ জুলাই ২০২৪   আপডেট: ১৩:৩৫, ২৭ জুলাই ২০২৪
বিশ্বে কোটিপতির সংখ্যা ৫ কোটি ৮০ লাখ

বিশ্বে কমপক্ষে পাঁচ কোটি ৮০ লাখ কোটিপতি রয়েছেন। এরা বিশ্বব্যাপী প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ১ দশমিক ৫ শতাংশ। ইউবিএস গ্লোবাল ওয়েলথ রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বাধিক সংখ্যক কোটিপতি রয়েছে। তাদের সংখ্যা দুই কোটি ১৯ লাখ ৫০ হাজার। তালিকায় এর পরের অবস্থানে রয়েছে চীন। দেশটিতে প্রায় ৬০ লাখ ১০ হাজার কোটিপতি রয়েছেন। তৃতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্যে রয়েছে ৩০ লাখ ছয় হাজার, ফ্রান্সে ২৮ লাখ ৭০ হাজার এবং জাপানে রয়েছে ২৮ লাখ ৩০ হাজার কোটিপতি।

ইউবিএস - এর তথ্য অনুসারে, বিশ্বের মোট সম্পদের ৪৭ দশমিক ৫ শতাংশ কিংবা ২১৩ লাখ কোটি ডলার পরিমাণ সম্পদ এই মানুষদের হাতে রয়েছে। ২০২২ সালে ৩ শতাংশ হ্রাস পাওয়ার পর ২০২৩ সালে বৈশ্বিক সম্পদ ৪ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ইউবিএস-এর একজন অর্থনীতিবিদ স্যামুয়েল অ্যাডামস আল জাজিরাকে বলেছেন, ‘আপনি যদি কোটিপতি বা সাধারণভাবে ধনীদের কথা ভাবেন, তারা এক ধরনের দেশীয়, কোটিপতিদের মূল অংশ নিজের দেশের সঙ্গে সংশ্লিষ্ট। তারপরে আরও একটি ভ্রাম্যমান অংশ রয়েছে যারা বিশ্বব্যাপী মোটামুটি সহজে বাসস্থান পরিবর্তন করতে সক্ষম হয়।’

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়