ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুদানে হাসপাতালে আধা-সামরিক বাহিনীর হামলায় নিহত ৯, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৩, ১৪ ডিসেম্বর ২০২৪   আপডেট: ০৯:৫৪, ১৪ ডিসেম্বর ২০২৪
সুদানে হাসপাতালে আধা-সামরিক বাহিনীর হামলায় নিহত ৯, আহত ২০

উত্তর আফ্রিকার দেশ সুদানের আল-ফাশির শহরের একটি হাসপাতালে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ জন।

শনিবার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে চীনা বার্তা সংস্থা সিনহুয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে পশ্চিম সুদানের উত্তর দারফুর রাজ্যের রাজধানী আল-ফাশির শহরের সৌদি হাসপাতালে দেশটির আধাসামরিক বাহিনী আরএসএফের ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।।

উত্তর দারফুর রাজ্যের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ইব্রাহিম খাতির সিনহুয়াকে জানান, আরএসএফ একটি ড্রোন থেকে চারটি নির্দেশিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সৌদি হাসপাতালে রোগীদের সঙ্গীদের স্থান লক্ষ্য করে। যার ফলে রোগীর স্বজনদের মধ্যে নয়জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছে। 

সৌদি হাসপাতাল হলো আল-ফাশিরে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা চালিয়ে যাওয়া একমাত্র হাসপাতাল। 

আরএসএফ এ ঘটনায় এখনও কোনো মন্তব্য করেনি।

সুদানে সেনাবাহিনীর বিরুদ্ধে আধা-সামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর ২০ মাস ধরে চলা যুদ্ধে আল-ফাশির একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।

গত বছরের এপ্রিল মাস থেকে গৃহযুদ্ধে লিপ্ত রয়েছে উত্তর আফ্রিকার এই দেশটি। আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে টানা ২০ মাসের এই লড়াইয়ে ২০ হাজার মানুষ নিহত হয়েছেন। তবে অনেকের মতে, এ সংখ্যা ১ লাখ ৫০ হাজারের বেশি হতে পারে। এছাড়াও জাতিসংঘ বলছে, সুদানের গৃহযুদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাস্তুচ্যুতি সংকটও তৈরি করেছে।

জাতিসংঘের ধারণা, চলমান সংঘাতে সুদানে ১ কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে- দেশটির জনসংখ্যার প্রায় এক পঞ্চমাংশ। এর মধ্যে ২০ লাখেরও বেশি সুদানি প্রতিবেশি দেশে পালিয়ে গেছে।

এই সংঘাত আড়াই কোটিরও বেশি মানুষকে- সুদানের প্রায় অর্ধেক জনসংখ্যাকে খাদ্য ও স্বাস্থ্যসেবার মরিয়া প্রয়োজনে ফেলেছে। গত আগস্টে জাতিসংঘ সমর্থিত একটি মূল্যায়নে ঘোষণা করা হয়, দারফুর অঞ্চলের আল-ফাশির শহরের কাছে জমজম শরণার্থীশিবিরে দুর্ভিক্ষ চলছে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়