সুদানে হাসপাতালে ড্রোন হামলায় নিহত ৩০

সুদানের দারফুর অঞ্চলের একটি হাসপাতালে ড্রোন হামলায় ৩০ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। এল-ফাশার এলাকায় অবস্থিত হাসপাতালটিতে এ হামলার ঘটনা ঘটেছে বলে শনিবার একটি চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় সৌদি হাসপাতালে বোমা হামলার ফলে হাসপাতালের ভবন ‘ধ্বংস’ হয়ে গেছে। এখানে জরুরি রোগীদের চিকিৎসা করা হত।
সুদানের কোন পক্ষ এই হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের সাথে যুদ্ধে লিপ্ত। র্যাপিড ফোর্স দারফুরের প্রায় পুরো বিশাল পশ্চিমাঞ্চল দখল করে নিয়েছে। তারা মে মাস থেকে উত্তর দারফুরের রাজ্যের রাজধানী এল-ফাশার অবরোধ করে রেখেছে। কিন্তু শহরটি দখল করতে পারেনি। সেখানে সেনাবাহিনী-সমর্থিত মিলিশিয়ারা বারবার তাদের পিছনে ঠেলে দিয়েছে।
চিকিৎসা সূত্র জানিয়েছে, ‘কয়েক সপ্তাহ আগে’ একই ভবনে আরএসএফের একটি ড্রোন আঘাত করেছিল।
এল-ফাশারে স্বাস্থ্যসেবার উপর আক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। চিকিৎসা দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে, সৌদি হাসপাতালটি ‘একমাত্র সরকারি হাসপাতাল যেখানে অস্ত্রোপচারের ক্ষমতা ছিল।’
ঢাকা/শাহেদ