ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাশিয়ার সাথে যুদ্ধ শুরুর জন্য জেলেনস্কিকে দায়ী করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ১৫ এপ্রিল ২০২৫   আপডেট: ১৭:৩৮, ১৫ এপ্রিল ২০২৫
রাশিয়ার সাথে যুদ্ধ শুরুর জন্য জেলেনস্কিকে দায়ী করলেন ট্রাম্প

রাশিয়ার সাথে যুদ্ধ শুরু করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে রুশ হামলায়  হওয়ার একদিন পর সোমবার তিনি এ অভিযোগ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইউক্রেনীয় নেতা যুদ্ধে ‘লাখ লাখ মানুষের মৃত্যুর’ জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দায় ভাগ করে নিয়েছেন।

ট্রাম্প বলেছেন, “আপনার চেয়েয় ২০ গুণ বড় কারো বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তারপর আশা করা যায় না যে, লোকেরা আপনাকে কিছু ক্ষেপণাস্ত্র দেবে।”

রবিবার ইউক্রেনের সুমি শহরে রাশিয়ার হামলায় ৩৫ জন নিহত এবং ১১৭ জন আহত হয়। এর এক দিন পরে ট্রাম্প এই মন্তব্য করেছেন।

উপর ব্যাপক ক্ষোভের পর ট্রাম্পের এই মন্তব্য এসেছে, যা ছিল এই বছরের বেসামরিক নাগরিকদের উপর সবচেয়ে মারাত্মক রাশিয়ান আক্রমণ।

ট্রাম্প বলেছেন, “তিন জনের কারণে লাখ লাখ মানুষ মারা গেছে। ধরা যাক এক নম্বরে পুতিনের কথা, দ্বিতীয়য় নম্বরে ধরা যাক বাইডেন, যিনি জানতেন না তিনি কী করছেন, এরপর রয়েছে জেলেনস্কির কথা।”

জেলেনস্কির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প মন্তব্য করেন যে ইউক্রেনীয় নেতা ‘সবসময় ক্ষেপণাস্ত্র কেনার চেষ্টা করেন।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “যখন আপনি যুদ্ধ শুরু করেন, তখন আপনাকে জানতে হবে যে আপনি জিততে পারবেন।”
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়