ঢাকা     সোমবার   ১৬ জুন ২০২৫ ||  আষাঢ় ২ ১৪৩২

শেষ হলো ইরান ও যুক্তরাষ্ট্রের চতুর্থ দফার পারমাণবিক আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৭, ১১ মে ২০২৫  
শেষ হলো ইরান ও যুক্তরাষ্ট্রের চতুর্থ দফার পারমাণবিক আলোচনা

ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চতুর্থ দফার পরোক্ষ পারমাণবিক আলোচনা রবিবার শেষ হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই আলোচনাকে ‘কঠিন কিন্তু কার্যকর’ বলে বর্ণনা করেছে।

রবিবার প্রায় তিন ঘন্টা আলোচনার পর মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন,  এটি “একে অপরের অবস্থান আরো ভালভাবে বুঝতে এবং পার্থক্যগুলো সমাধানের জন্য যুক্তিসঙ্গত ও বাস্তবসম্মত উপায় খুঁজে বের করার জন্য কঠিন কিন্তু কার্যকর আলোচনা” ছিল।

এক্স- এ এক পোস্টে তিনি বলেছেন, “পরবর্তী দফার সমন্বয় এবং ঘোষণা দেবে ওমান।”

আলোচনা শুরু হওয়ার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছিলেন, ইরানের বেসামরিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণের আইনি অধিকার রয়েছে যা কোনো চুক্তির আওতাভুক্ত হতে পারে না।

২০১৫ সালের ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত করতে তেহরানের সঙ্গে ছয় জাতির চুক্তি হয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন। ওই চুক্তিতে ইরানকে তার বেসামরিক পারমাণবিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তবে তেহরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।

আরাঘচি বলেছেন, “ইরানি জাতির অর্জন এবং সম্মানের মধ্যে একটি হলো সমৃদ্ধকরণ। সমৃদ্ধকরণের জন্য আমরা অনেক মূল্য দিয়েছি। এই অর্জনের জন্য আমাদের পারমাণবিক বিজ্ঞানীদের রক্ত ​​ঝরানো হয়েছে।”
 

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়