ঢাকা     বুধবার   ১৬ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ১ ১৪৩২

ইসরায়েলের হামলায় ইরানে ৭৮ জন নিহত, আহত ৩২০

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৬, ১৪ জুন ২০২৫   আপডেট: ০৪:৩৬, ১৪ জুন ২০২৫
ইসরায়েলের হামলায় ইরানে ৭৮ জন নিহত, আহত ৩২০

ইসরায়েলের হামলায় ইরানে ৭৮ জন নিহত ও ৩২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এর মধ্যে দেশটির রাজধানী তেহরানের একাধিক স্থানে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা। এতে দেশটির সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী ও পারমাণবিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানানো হয়।  

জাতিসংঘে নিযুক্ত ইরানের দূত আমির সাঈদ ইরাভানি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশনে এ তথ্য জানান। তিনি বলেন, যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই বেসামরিক মানুষ।  

এর প্রতিক্রিয়ায় শনিবার প্রথম প্রহরে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে অন্তত ৪৪ জন আহত হয়েছেন। যার মধ্যে দুজনের অবস্থা গুরুতর। ইরানের হামলায় ইসরায়েলের নয়টি স্থানে ক্ষয়ক্ষতির তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

ইরানের হামলা শেষ হওয়ার পর ইসরায়েল আবারো দেশটিতে হামলার চেষ্টা করে। পাল্টা হামলা চালিয়ে ইসরায়েলকে জবাব দিয়ে যাচ্ছে ইরান। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সর্বশেষ ইসরায়েলের রাজধানী জেরুজালেম ও তেল আবিবে বিস্ফোরণে খবর পাওয়া গেছে। তবে এই বিস্ফোরণ সরাসরি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতের নাকি ক্ষেপণাস্ত্র ধ্বংসাবশেষ থেকে এসেছে তা স্পষ্ট নয়।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়