ঢাকা     শনিবার   ১২ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৮ ১৪৩২

সরাসরি: ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলে বিদ্যুৎ বিভ্রাট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ২৩ জুন ২০২৫   আপডেট: ১৫:০৬, ২৩ জুন ২০২৫
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলে বিদ্যুৎ বিভ্রাট

দক্ষিণ ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে আরো তথ্য এসেছে বলে জানিয়েছে আলজাজিরা।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল ইলেকট্রিক কর্পোরেশন (আইইসি) নিশ্চিত করেছে, একটি কৌশলগত অবকাঠামো স্থাপনার কাছে হামলা হয়েছে। যার ফলে ওই এলাকার একাধিক শহরে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে।

আইইসি-এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, “বিদ্যুৎ সরবরাহ যত দ্রুত সম্ভব পুনরুদ্ধার করার লক্ষ্যে আমাদের দলগুলো বিভিন্ন স্থানে রওনা হয়েছে। এই কার্যক্রমে অবকাঠামোর মেরামত এবং নিরাপত্তাজনিত ঝুঁকি অপসারণের কাজ করা হচ্ছে, যা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয়ে পরিচালিত হচ্ছে।”

আরো পড়ুন:

হামলার সময় প্রায় ৩৫ মিনিট ধরে সাইরেন বাজতে থাকে। চ্যানেল ১৩ ব্রডকাস্টার জানিয়েছে, “ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি ছিল ইসরায়েলিদের জন্য আশ্রয়কেন্দ্রে কাটানো সবচেয়ে দীর্ঘ সময়।”

এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম ইউনেট নিউজ সেনাবাহিনীকে উদ্ধৃত করে জানিয়েছিল, গত এক ঘণ্টার মধ্যে ইরান দিনে প্রথম দফার হামলায় চারবারে মোট আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থিত ইসরায়েল ইলেকট্রিক কোম্পানির একটি কৌশলগত স্থাপনার কাছে আঘাত হানে।

এই আঘাতের ফলে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।

ঢাকা/রাসেল


সর্বশেষ

পাঠকপ্রিয়