তালেবানের দুই নেতার বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা
তালেবানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদাসহ গোষ্ঠীটির দুই নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।
আইসিসি বলেছে , আখুন্দজাদা এবং তালেবানের প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানি মানবতাবিরোধী অপরাধ করেছেন। নারী, মেয়ে এবং লিঙ্গ পরিচয় বা অভিব্যক্তি সম্পর্কিত তালেবানের নীতির সাথে সঙ্গতিপূর্ণ নয় এমন অন্যান্য ব্যক্তির উপর লিঙ্গগত কারণে নির্যাতন চালানো হয়েছে।
হেগভিত্তিক আদালত জানিয়েছে, ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে হাইবাতুল্লাহ আখুন্দজাদা এবং প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানি নারী ও মেয়েদের প্রতি তাদের আচরণে মানবতাবিরোধী অপরাধ করেছেন বলে বিশ্বাস করার ‘যুক্তিসঙ্গত কারণ’ রয়েছে। ওই সময়ে তারা ১২ বছরের বেশি বয়সী মেয়েদের শিক্ষা গ্রহণের সুযোগ এবং নারীদের চাকরিতে বাধা দেওয়ার মতো একাধিক বিধিনিষেধ কার্যকর করেছেন। পুরুষ সহচর ছাড়া একজন নারী কতদূর ভ্রমণ করতে পারবেন তার উপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং জনসমক্ষে নারীদের উচ্চ আওয়াজে কথা বলার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ঢাকা/শাহেদ