ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হিন্দু ও মুসলিমদের জন্য পৃথক বাংলাদেশ করা উচিত ছিল: বিজেপি নেতা

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৮, ১৯ জুলাই ২০২৫  
হিন্দু ও মুসলিমদের জন্য পৃথক বাংলাদেশ করা উচিত ছিল: বিজেপি নেতা

নিজের বিতর্কিত বক্তব্যের জন্য সবসময় সংবাদ শিরোনামে থাকতে ভালবাসেন বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবে। এবার বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতীয় জনতা পার্টির সিনিয়র এই নেতা। সংবাদ সংস্থা এএনআই-এর পডকাস্টে তিনি বলেছেন ‘ইন্দিরা গান্ধী বাংলাদেশ তৈরি করে ভুল করেছিলেন।’

শুধু এখানেই থেমে থাকেননি ঝাড়খণ্ডের গোড্ডা লোকসভা কেন্দ্রের এই সংসদ সদস্য।

তিনি বলেছেন, “ইন্দিরা গান্ধী বাংলাদেশ তৈরি করে যে ভুল করেছিলেন, তার জন্য বিহার খেসারত দিচ্ছে। যদি বাংলাদেশ তৈরি করতেই হত, তাহলে হিন্দুদের জন্য আলাদা বাংলাদেশ করা উচিত ছিল এবং মুসলমানদের জন্য আলাদা বাংলাদেশ করা উচিত ছিল।” 

তবে এই পডকাস্টের সম্পূর্ণ কথোপকথনের ভিডিও এখনো প্রচারিত হয়নি। শুধুমাত্র একটি টিজার পোস্ট করা হয়েছে,আর তাতেই  দুবের এমন বক্তব্য রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। 

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তারক সাহা বলেছেন, “পডকাস্টটির সম্পূর্ণ ভিডিও প্রকাশিত হলে হয়তো আরো কিছু বিস্ফোরক বক্তব্য সামনে আসবে। সেক্ষেত্রে বাংলাদেশ যে বিজেপি সংসদ সদস্যের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানাবে এ ব্যাপারে সন্দেহ নেই।”

এএনআই এর ওই পডকাস্ট টিজারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপিকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন নিশিকান্ত দুবে। সম্প্রতি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস প্রধান মোহন ভাগবত সঙ্ঘেরই একটি বই প্রকাশ অনুষ্ঠানে বলেছিলেন, “৭৫ বছর বয়স হলে নবীনদের জন্য জায়গা ছেড়ে দিতে হয় নেতৃত্বকে।”

প্রশ্ন ওঠে, ভাগবতের লক্ষ্য কি নরেন্দ্র মোদি? কারণ, ১৭ সেপ্টেম্বর মোদির ৭৫ বছর পূর্ণ হবে। তাহলে কি ভাগবত ইঙ্গিত দিলেন যে, মোদিরও অবসর নেওয়া উচিত? 

এই প্রসঙ্গে দুবে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপির বাধ্যবাধকতা। আর আমি মোদিজিকে আগামী ১৫-২০ বছর ধরে দেখতে পাচ্ছি। যদি প্রধানমন্ত্রী মোদি আমাদের নেতা না হন, তাহলে বিজেপি ১৫০টি আসনও জিততে পারবে না।”

সুচরিতা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়