ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুদ্ধবিরতি ঘোষণা করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৩, ১৯ জুলাই ২০২৫  
যুদ্ধবিরতি ঘোষণা করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সুওয়েইদাতে ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতি’ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। শনিবার তিনি এ ঘোষণা দিয়েছেন।

এক সপ্তাহ ধরে সুওয়েইদাতে স্থানীয় বেদুইন উপজাতি এবং দ্রুজ সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ চলছে। এই সাম্প্রদায়িক সহিংসতায়য় শত শত মানুষ নিহত হয়েছে। দ্রুজদের পক্ষ নিয়ে ইসরায়েল ইতিমধ্যে সিরিয়ার হামলা চালিয়েছে। শুক্রবার তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক জানান, সিরিয়া এবং ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে ইসরায়েল এখনো এই চুক্তির বিষয়ে কোনও মন্তব্য করেনি।

দশম শতাব্দীর শিয়া ইসলামের একটি শাখা হিসেবে দ্রুজ ধর্মীয় সম্প্রদায়ের সূচনা হয়েছিল। বিশ্বব্যাপী প্রায় ১০ লাখ দ্রুজের অর্ধেকেরও বেশি সিরিয়ায় বাস করে। অন্যান্য দ্রুজদের বেশিরভাগই লেবানন এবং ইসরায়েলে বাস করে, যার মধ্যে গোলান হাইটসও রয়েছে।

শনিবার আহমেদ আল-শারা বলেছেন, “এই মুহূর্তে আমরা সবাই যা যা করছি তা কাটিয়ে উঠতে ঐক্য এবং সম্পূর্ণ সহযোগিতা প্রয়োজন।”

সংঘর্ষ বন্ধ করার জন্য সুওয়েইদায় সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী মোতায়েন করার সময় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। দ্রুজ নাগরিকদের সুরক্ষিত রাখতে ইসরায়েলের এই পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করেছিল। 

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি অফ হিউম্যান রাইটসের দেওয়া তথ্য অনুসারে, গত রবিবার সহিংসতা শুরু হওয়ার পর থেকে ৯৪০ জন নিহত হয়েছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়