ট্রাম্পের সেনা মোতায়েনের আদেশকে অবৈধ ঘোষণা আদালতের
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
গ্রীষ্মে লস অ্যাঞ্জেলেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশকে অবৈধ ঘোষণা করেছে ক্যালিফোর্নিয়ার আদালত।
ট্রাম্প অন্যান্য মার্কিন শহরগুলোতে অপরাধ দমন এবং অভিবাসন আইন প্রয়োগকে সমর্থন করার জন্য ন্যাশনাল গার্ডের সেনাদের ব্যবহার করার চেষ্টা করার পর মঙ্গলবার এই রায় এসেছে।
অভিবাসন অভিযানের বিরুদ্ধে বিক্ষোভের প্রতিক্রিয়ায় জুন মাসে লস অ্যাঞ্জেলেসে ট্রাম্প ন্যাশনাল গার্ডের সেনা মোতায়েন করেছিলেন ট্রাম্প। প্রেসিডেন্ট ইতিমধ্যেই ওয়াশিংটন ডিসিতে শত শত ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করেছেন এবং চলতি সপ্তাহের মধ্যেই শিকাগোতে সেনা পাঠানোর কথা ভাবছেন তিনি।
ট্রাম্প লস অ্যাঞ্জেলেসে সেনা মোতায়েন করার পর, গভর্নর গ্যাভিন নিউসম পোসে কমিট্যাটাস আইন লঙ্ঘনের অভিযোগে প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন।
মার্কিন জেলা বিচারক চার্লস ব্রেয়ার মঙ্গলবার দেওয়া রায়ে জানিয়েছেন, সরকার পোসে কমিট্যাটাস আইন লঙ্ঘন করেছে। এই আইন অভ্যন্তরীণ বিষয়ে সামরিক শক্তি ব্যবহারের ক্ষেত্রে ফেডারেল সরকারের ক্ষমতাকে সীমিত করে।
বিচারক ব্রেয়ার ১২ সেপ্টেম্বর পর্যন্ত রায়ের আদেশকে স্থগিত রেখেছেন। ট্রাম্প সম্ভবত এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছে বিবিসি।
ঢাকা/শাহেদ