কেরালায় মস্তিষ্কখেকো অ্যামিবার সংক্রমণে ১৯ জনের মৃত্যু
ভারতের কেরালায় ‘মস্তিষ্কখেকো অ্যামিবা’র সংক্রমণে ১৯ জনের মৃত্যু হয়েছে। গত কয়েক সপ্তাহে এসব মৃত্যুর খবর এসেছে বলে বুধবার জানিয়েছে এনডিটিভি অনলাইন।
প্রাইমারি অ্যামিবিক মেনিনগোয়েনসেফালাইটিস (পিএএম) হচ্ছে মস্তিষ্কের সংক্রমণ। এই সংক্রমণটি নেগেলেরিয়া ফাউলেরির মাধ্যমে সৃষ্ট, যা সাধারণত ‘মস্তিষ্ক খাওয়া অ্যামিবা’ নামে পরিচিত। চলতি বছর, কেরালায় এই সংক্রমণের ৬১টি ঘটনা নিশ্চিত করা হয়েছে এবং ১৯ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। বেশিরভাগ মৃত্যুর খবর গত কয়েক সপ্তাহেই পাওয়া গেছে।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, কেরালা একটি গুরুতর জনস্বাস্থ্য চ্যালেঞ্জের সাথে লড়াই করছে। এর আগে কোঝিকোড় এবং মালাপ্পুরমের মতো জেলাগুলোতে ক্লাস্টারের সাথে যুক্ত এই সংক্রমণ এখন রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে দেখা দিচ্ছে। তিন মাস বয়সী শিশু থেকে শুরু করে ৯১ বছর বয়সী একজন বৃদ্ধ পর্যন্ত আক্রান্তের তালিকায় রয়েছে।
তিনি বলেন, “গত বছরের মতো, আমরা একটি একক জলের উৎসের সাথে ক্লাস্টারের সংযোগ দেখতে পাচ্ছি না। এগুলো একক, বিচ্ছিন্ন ঘটনা এবং এটি আমাদের মহামারী সংক্রান্ত তদন্তকে জটিল করে তুলেছে।”
কেরালা সরকারের একটি নথি অনুসারে, পিএএম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। ‘এই সংক্রমণ মস্তিষ্কের টিস্যু ধ্বংস করে, যার ফলে বেশিরভাগ ক্ষেত্রেই মস্তিষ্ক তীব্রভাবে ফুলে যায় এবং মৃত্যু ঘটে। পিএএম বিরল এবং সাধারণত সুস্থ শিশু, কিশোর এবং তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখা যায়।’
নথিতে ‘মস্তিষ্কখেকো অ্যামিবার’ বাহক হিসেবে ‘উষ্ণ, বিশেষ করে স্থির, মিষ্টি পানি’ কে চিহ্নিত করা হয়েছে। ‘অ্যামিবার প্রবেশপথ হল ঘ্রাণজ শ্লেষ্মা এবং ক্রিব্রিফর্ম প্লেটের মধ্য দিয়ে।’
ঢাকা/শাহেদ