ফিলিস্তিনকে যারা স্বীকৃতি দিয়েছে তাদের সমালোচনা করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে বিশ্বনেতাদের হতাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে ইউরোপীয় নেতাদের উদ্যোগের সমালোচনা করেছেন।
মঙ্গলবার ট্রাম্প তার ভাষণে, দ্বি-রাষ্ট্র সমাধানের ক্রমবর্ধমান উদ্যোগকে হামাসের জন্য ‘পুরস্কার’ হিসেবে আখ্যা দিয়েছেন। তার ভাষ্য, সংঘাতকে উস্কে দেওয়ার জন্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চাইছে অনেক দেশ।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “যেন অব্যাহত সংঘাতকে উৎসাহিত করার জন্য, এই সংস্থার কিছু সদস্য একতরফাভাবে একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চাইছে। হামাসের সন্ত্রাসীদের তাদের নৃশংসতার জন্য পুরষ্কারটা অনেক বেশি হলো।”
ট্রাম্পের মন্তব্য সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে এক শীর্ষ সম্মেলনে একাধিক ইউরোপীয় দেশের ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণার সরাসরি প্রতিক্রিয়া। মূলত প্রতীকী এই পদক্ষেপ ইসরায়েলের আন্তর্জাতিক বিচ্ছিন্নতাকে আরো গভীর করেছে এবং এতে মার্কিন সমর্থন নেই।
ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সমালোচনা করে ট্রাম্প বলেন, “৭ অক্টোবরের এই ভয়াবহ নৃশংসতার জন্য একটি পুরষ্কার হবে, যদিও তারা জিম্মিদের মুক্তি দিতে বা যুদ্ধবিরতি মেনে নিতে অস্বীকার করেছে।”
ট্রাম্প একটি বিকল্প কূটনৈতিক কৌশলের প্রস্তাব দিয়ে বলেছেন, “হামাসের মুক্তিপণের দাবিতে নতি স্বীকার করার পরিবর্তে, যারা শান্তি চায় তাদের একটি বার্তা দিয়ে ঐক্যবদ্ধ হওয়া উচিত: এখনই জিম্মিদের মুক্তি দিন, কেবল জিম্মিদের মুক্তি দিন।”
তিনি আরো বলেন, “আমাদের গাজায় যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে। আমাদের তা বন্ধ করতে হবে। … আমাদের অবিলম্বে আলোচনা করতে হবে। শান্তি আলোচনা করতে হবে। আমাদের জিম্মিদের ফিরিয়ে আনতে হবে।”
ঢাকা/শাহেদ