নোবেল পেতে চাইলে গাজা যুদ্ধ বন্ধ করুন, ট্রাম্পকে মাখোঁ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, যদি সত্যিই নোবেল শান্তি পুরস্কার পেতে চান, তবে গাজায় চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধ করুন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করে যুদ্ধ শেষ করার ক্ষমতা রয়েছে শুধু ট্রাম্পের হাতে।” খবর রয়টার্সের।
জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক অবস্থানরত ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, “এটি করতে পারে একমাত্র একজন এবং সেটি হল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আমাদের ক্ষমতা নেই, কারণ আমরা গাজায় যুদ্ধে ব্যবহৃত অস্ত্র সরবরাহ করি না। তবে যুক্তরাষ্ট্র তা করে।”
এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে ট্রাম্প জানান, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার উদ্যোগকে যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করছে। তার দাবি, এটি হামাসকে পুরস্কৃত করার শামিল হবে। আবার একইসাথে যুদ্ধ বন্ধের কথাও বলেন তিনি।
ট্রাম্প বলেন, “আমাদের গাজার যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে। অবিলম্বে শান্তি আলোচনায় এগোতে হবে।”
মাখোঁ ট্রাম্পের বক্তব্য নিয়ে বলেন, “আমি একজন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে দেখি, যিনি সক্রিয়ভাবে জড়িত আছেন এবং বলেন, ‘আমি শান্তি চাই। আমি সাতটি সংঘাত সমাধান করেছি’, তিনি আবার নোবেল শান্তি পুরস্কার পেতেও ইচ্ছুক। এই পুরস্কার সম্ভব হতে পারে যদি আপনি এই সংঘাত বন্ধ করেন।”
এদিকে, হোয়াইট হাউস মুখপাত্র আনা কেলি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প শান্তির জন্য যেটুকু করেছেন, তা জাতিসংঘে উপস্থিত সকলের তুলনায় বেশি।”
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার সুপারিশ করার কথা জানায় কাম্বোডিয়া, ইসরায়েল এবং পাকিস্তানসহ কিছু দেশ।
ঢাকা/ইভা