ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দক্ষিণ চীনে আঘাত হেনেছে সুপার টাইফুন রাগাসা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৫, ২৪ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৮:২৭, ২৪ সেপ্টেম্বর ২০২৫
দক্ষিণ চীনে আঘাত হেনেছে সুপার টাইফুন রাগাসা

চলতি বছরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় ‘সুপার টাইফুন রাগাসা’ দক্ষিণ চীনে আঘাত হেনেছে।

তাইওয়ানে ১৫ জনের মৃত্যুর পর এবং হংকংয়ে তীব্র বাতাস ও ভারী বৃষ্টিপাতের পর, টাইফুন রাগাসা দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের ইয়াংজিয়াং শহরে আঘাত হেনেছে। বুধবার চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন জেলায় একটি হ্রদ প্লাবিত হয়ে এবং একটি শহরে পানির তোড়ে ১৭ জন নিখোঁজ রয়েছেন বলে বুধবার দমকল বিভাগ জানিয়েছে। 

চীনের সমুদ্র কর্তৃপক্ষ চলতি বছর প্রথমবারের মতো সর্বোচ্চ লাল তরঙ্গ সতর্কতা জারি করেছে। গুয়াংডং প্রদেশের কিছু অংশে ২ দশমিক ৮ মিটার (৯ ফুট) পর্যন্ত জলোচ্ছ্বাসের ঢেউয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

গত সপ্তাহে পশ্চিম প্রশান্ত মহাসাগরে টাইফুন রাগাসা তৈরি হয়েছিল। উষ্ণ সমুদ্র এবং অনুকূল বায়ুমণ্ডলীয় পরিস্থিতির কারণে, গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়টি দ্রুত তীব্র হয়ে সোমবার পঞ্চম শ্রেণির সুপার টাইফুনে পরিণত হয়েছে, যার বাতাসের গতিবেগ ২৬০ কিলোমিটার ছাড়িয়ে গেছে। 
বর্তমানে এটি দুর্বল হয়ে তৃতীয় শ্রেণির ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তবে এটি এখনো গাছ এবং বিদ্যুতের লাইন ভেঙে ফেলতে, জানালা ভেঙে ফেলতে এবং ভবনগুলোর ক্ষতি করতে সক্ষম।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়