ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজ্যের মর্যাদার দাবিতে লাদাখে ব্যাপক বিক্ষোভ, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ২৪ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৯:১৩, ২৪ সেপ্টেম্বর ২০২৫
রাজ্যের মর্যাদার দাবিতে লাদাখে ব্যাপক বিক্ষোভ, নিহত ৪

রাজ্যের মর্যাদা এবং স্থানীয় বাসিন্দাদের জন্য চাকরির কোটার দাবিতে ভারতের লাদাখে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বুধবার বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষে কমপক্ষে চারজন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। দুটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করে নয়াদিল্লির সরাসরি প্রশাসনের অধীনে নিয়ে আসে। এর পর থেকে বৌদ্ধ-মুসলিম ছিটমহলটি তার স্বায়ত্তশাসন হারায়।

অধিকার কর্মী সোনম ওয়াংচুকের নেতৃত্বে বিক্ষোভকারীরা লাদাখকে বিশেষ মর্যাদা দেওয়ারও দাবি জানিয়েছেন, যাতে উপজাতীয় এলাকাগুলিকে রক্ষা করার জন্য নির্বাচিত স্থানীয় সংস্থা তৈরি করা যায়।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, লেহ শহরের প্রধান এলাকায় মোদির ভারতীয় জনতা পার্টির অফিস ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনা ঘটেছে।

এএনআই-এর ভিডিওতে অফিস কমপ্লেক্সের সীমানা প্রাচীরের পেছন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে এবং অন্যত্র শত শত মানুষ স্লোগান দিচ্ছে।

ভারতীয় টিভি চ্যানেলগুলোতে একটি পরিত্যক্ত পুলিশের গাড়ি দেখানো হয়েছে যার সামনে থেকে আগুন জ্বলছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কিছু তরুণ বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়েছে এবং তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, ২০ জন পুলিশ কর্মীসহ ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

ওয়াংচুক বলেছেন, “যুবকদের হতাশাই তাদের রাস্তায় নামিয়ে এনেছে...আমি তরুণদের কাছে আবেদন করছি...সহিংসতার এই পথে হাঁটবেন না। এটি লাদাখের সমস্যার সমাধান নয়...আমাদের অনশনে থাকার জন্য যদি আমাদের তরুণদের দুঃখ এবং বেদনা থাকে, তাহলে আমরা আজ থেকে আমাদের অনশন ভঙ্গ করছি।”

লাদাখের লেফটেন্যান্ট-গভর্নর এবং পুলিশের কার্যালয় রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়