গাজায় গণহত্যা বন্ধের দাবি করলেন স্পেনের রাজা
অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ। বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানিয়েছেন।
রাজা ফিলিপ বলেছেন, “আমরা চিৎকার করছি, অনুরোধ করছি এবং দাবি করছি যে এই গণহত্যা এখনই বন্ধ হোক। বিশ্ব গাজায় নৃশংসতা থেকে চুপ থাকতে পারে না বা চোখ ফিরিয়ে নিতে পারে না। এগুলো ঘৃণ্য কাজ যা এই ফোরামের প্রতিনিধিত্বকারী সবকিছুর সম্পূর্ণ বিপরীত।”
একইসঙ্গে তিনি গাজায় অবিলম্বে মানবিক প্রবেশাধিকার, হামাসের হাতে বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়েছেন। এছাড়া গাজা ও অধিকৃত পশ্চিম তীরে আন্তর্জাতিক আইন মেনে চলার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ২০২৪ সালে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় স্পেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘গাজা নীতির’ বড় সমালোচকদের একজন হচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ইউরোপের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে তিনিই প্রথম গাজার ধ্বংসযজ্ঞকে সরাসরি ‘গণহত্যা’ আখ্যা দেন। চলতি বছর ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনার চুক্তি বাতিল করেছে স্পেন।
ঢাকা/শাহেদ