ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজা শান্তি পরিকল্পনার জন্য ট্রাম্পের সঙ্গে কাজ করতে চান ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৪, ২৫ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২২:৫২, ২৫ সেপ্টেম্বর ২০২৫
গাজা শান্তি পরিকল্পনার জন্য ট্রাম্পের সঙ্গে কাজ করতে চান ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস

গাজার জন্য একটি শান্তি পরিকল্পনা তৈরিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সৌদি আরব, ফ্রান্স এবং জাতিসংঘের সাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভিডিও বার্তায় তিনি এই প্রতিশ্রুতি দিয়েছেন।

চলতি বছর সাধারণ পরিষদে যোগ দেওয়ার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। এ কারণে ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাস ভার্চুয়ালি বক্তৃতা দিয়েছেন।

চলতি মাসের শুরুতে ১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদ সাত পৃষ্ঠার একটি ঘোষণাপত্রকে বিপুল ভোটে সমর্থন করে। এই ঘোষণাপত্রের লক্ষ্য ইসরায়েল ও ফিলিস্তিনিদের জন্য দ্বি-রাষ্ট্র সমাধান এগিয়ে নেওয়া এবং ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধের অবসান ঘটানো। কয়েক দশক ধরে চলা সংঘাতের উপর জুলাই মাসে সৌদি আরব ও ফ্রান্স আয়োজিত জাতিসংঘে একটি আন্তর্জাতিক সম্মেলন থেকে এই ঘোষণাপত্রটি প্রকাশিত হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই অনুষ্ঠান বয়কট করেছে এবং আন্তর্জাতিক প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে।

বৃহস্পতিবার আব্বাস বলেছেন, “আমাদের জনগণ এত কষ্ট ভোগ করেছে তা সত্ত্বেও, আমরা ৭ অক্টোবর হামাস যা করেছে তা প্রত্যাখ্যান করি - ইসরায়েলি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এবং তাদের জিম্মি করে - কারণ এই ধরনের কর্মকাণ্ড ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে না, এমনকি স্বাধীনতা ও স্বাধীনতার জন্য তাদের ন্যায্য সংগ্রামেরও প্রতিনিধিত্ব করে না।”

তিনি বলেছেন, “আমরা নিশ্চিত করেছি এবং নিশ্চিত করেই থাকব - যে গাজা ফিলিস্তিন রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশ এবং আমরা সেখানে শাসন ও নিরাপত্তার পূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুত। শাসনব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না এবং অন্যান্য দলগুলোর সাথে তাদের অস্ত্র ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে। আমরা পুনর্ব্যক্ত করছি যে আমরা একটি সশস্ত্র রাষ্ট্র চাই না।”

ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, “আমরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সৌদি আরব, ফ্রান্স, জাতিসংঘ এবং সমস্ত অংশীদারদের সাথে শান্তি পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করার জন্য আমাদের প্রস্তুতি ঘোষণা করছি।”
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়