ঢাকা     শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজা শান্তি পরিকল্পনায় সম্মত হামাস-ইসরায়েল, আগামী কয়েকদিনে যা ঘটবে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ৯ অক্টোবর ২০২৫   আপডেট: ১৩:১৮, ৯ অক্টোবর ২০২৫
গাজা শান্তি পরিকল্পনায় সম্মত হামাস-ইসরায়েল, আগামী কয়েকদিনে যা ঘটবে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার রাতে এক ঘোষণায় বলেছেন, ইসরায়েল ও হামাস গাজা শান্তি চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নে সম্মত হয়েছে।

ট্রাম্প জানান, এর মাধ্যমে গাজায় হামাস কর্তৃক বন্দী সকল জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েল নিজেদের সেনাদের নির্ধারণ করা একটি সীমানায় সরিয়ে আনবে।

আরো পড়ুন:

এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল কর্তৃক বন্দী কিছু ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে এবং গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হবে।

আগামী কয়েক দিনে যা ঘটবে-

বৃহস্পতিবার

ইসরায়েলি সরকার গাজা শান্তি পরিকল্পনা প্রস্তাবের ওপর সংসদে ভোট গ্রহণের জন্য জেরুজালেম সময় দুপুর ২টায় বৈঠক করবে। প্রস্তাবিটি আনুষ্ঠানিকভাবে সংসদে অনুমোদিত হলে, যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর হবে এবং ইসরায়েলি সেনারা একটি সম্মত রেখায় প্রত্যাহার শুরু করবে।

প্রথম পাঁচ দিন ৪০০টি করে ত্রাণ ট্রাক গাজায় প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল। ফিলিস্তিনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার

বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে হোয়াইট হাউজের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ইসরায়েলি সেনাদের প্রত্যাহার শেষ করতে সম্ভবত ২৪ ঘন্টারও কম সময় লাগবে।

এটি সম্পন্ন হলে, গাজায় তাদের বন্দী থাকা জিম্মিদের মুক্তি দিতে হামাসের ৭২ ঘণ্টা সময় শুরু হবে।

সোমবার

হোয়াইট হাউজের কর্মকর্তা সিবিএসকে বলেছেন, সোমবার থেকে জিম্মিদের মুক্তি শুরু হবে বলে মার্কিন যুক্তরাষ্ট্র আশা করছে। তবে, তারা বলেছে, সম্ভব হলে হামাস আরো আগেই জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শুরু করতে পারে। 

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এ ঘটনায় ১ হাজার ২১৯ জন নিহত হন বলে দাবি করে ইসরায়েল। জিম্মি করা হয় ২৫১ জনকে। তাদের মধ্যে ৪৭ জন এখনো গাজায় রয়েছেন। এর মধ্যে ২৫ জন আর বেঁচে নেই বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

এদিকে ইসরায়েলে হামাসের হামলার দিন থেকেই গাজায় টানা নৃশংসতা চালিয়ে যাচ্ছেন দেশটির সেনারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, গত দুই বছরে ইসরায়েলের হামলায় গাজায় অন্তত ৬৭ হাজার ১৭৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২০ হাজার ১৭৯টি শিশু।

গত মাসে ট্রাম্প গাজা নিয়ে ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেন। ইসরায়েল ও হামাস দুই পক্ষই তাতে ইতিবাচক সাড়া দেয়। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার মিসরের পর্যটন শহর শারম আল শেখে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। গতকাল বুধবার টানা তৃতীয় দিনের আলোচনার পর ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে সম্মত হয় ইসরায়েল ও হামাস।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়