যিনি শান্তিতে নোবেল পেয়েছেন তাকে আমি সাহায্য করেছি: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার প্রতিক্রিয়ায় দাবি করেছেন, তিনি ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদোকে একাধিকবার সাহায্য করেছেন। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।
ট্রাম্প দাবি করেছেন, ভেনিজুয়েলার বিরোধীদলী নেতা ফোন করে জানিয়েছেন, ‘তার সম্মানে’ মারিয়া পুরস্কারটি গ্রহণ করেছেন।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন, “নোবেল পুরস্কার পাওয়া ব্যক্তি আজ আমাকে ফোন করে বলেছেন, ‘আমি আপনার সম্মানে এটি গ্রহণ করছি, কারণ আপনি সত্যিই এটির যোগ্য’... আমি তাকে বলিনি যে, ‘আমাকে এটি দিন’। আমার মনে হয় তিনি হয়তো... আমি দীর্ঘসময় ধরে তাকে সাহায্য করে আসছি। দুর্যোগের সময় ভেনিজুয়েলায় তাদের অনেক সাহায্যের প্রয়োজন ছিল। আমি খুশি কারণ আমি লাখ লাখ জীবন বাঁচিয়েছি...।”
ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রচার এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তর অর্জনের সংগ্রামের জন্য মাচাদোকে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়েছে।
ট্রাম্প একাধিকবার নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বলে দাবি করেছেন। তিনি প্রকাশ্যেই বলেছিলেন, “আমি আটটা যুদ্ধ থামিয়েছি। আমি নোবেল না পেলে কে পাবে?”
ঢাকা/শাহেদ