ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুদ্ধবিরতির পরেও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৫, ১৪ অক্টোবর ২০২৫   আপডেট: ২২:২১, ১৪ অক্টোবর ২০২৫
যুদ্ধবিরতির পরেও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল, নিহত ৯

যুদ্ধবিরতি চুক্তির পরেও গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের হত্যা বন্ধ করছে ইসরায়েল। মঙ্গলবার ভোর থেকে বিকেল পর্যন্ত ইসরায়েলি হামলায় ৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। 

সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজার পূর্বাঞ্চলীয় শেজাইয়া এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছে। এটি একটি মেডিকেল সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে, গাজার ধ্বংসাবশেষের মধ্যে বাসস্থান অনুসন্ধানকারী বাসিন্দাদের উপর ইসরায়েলি ড্রোন গুলি চালানোর সময় পাঁচজন নিহত হয়েছে। 

গাজা জরুরি পরিষেবার একটি সূত্র জানিয়েছে,  জাবালিয়ার হালাওয়া এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে অজ্ঞাত সংখ্যক ফিলিস্তিনি আহত হয়েছেন।

আল-জাজিরা স্থানীয় বরাত দিয়ে জানিয়েছে, উত্তর গাজাতেও ইসরায়েলি হামলায় চার জন নিহত হয়েছে। এখানে ধ্বংসাবশেষের মধ্যে বাসস্থান অনুসন্ধানকারী ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তাদের বাহিনী পুনঃস্থাপন লাইনে অবস্থানরত ইসরায়েলি সেনাদের দিকে এগিয়ে আসা বেশ কয়েকজন ফিলিস্তিনির উপর গুলি চালিয়েছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়