যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থার অবসান ঘটলো
ইতিহাসের দীর্ঘতম সরকারি অচলাবস্থার অবসান ঘটাতে শেষ পর্যন্ত মার্কিন সিনেট একটি গুরুত্বপূর্ণ তহবিল বিল পাস করেছে। সোমবার গভীর রাতে বিলটি ৬০-৪০ ভোটে পাস হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
আটজন ডেমোক্র্যাট সদস্য দলের বাইরে গিয়ে বিলটির পক্ষে ভোট দিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলটি কার্যকর করার আগে প্রতিনিধি পরিষদকে এখন বিলটি পাস করতে হবে। ট্রাম্প সোমবার ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি এটি করতে ইচ্ছুক।
ডেমোক্র্যাটিক সিনেটর ডিক ডারবিন, জন ফেটারম্যান, ক্যাথেরিন কর্টেজ মাস্তো, ম্যাগি হাসান, টিম কেইন, জ্যাকি রোজেন এবং জিন শাহীন তাদের দলের বাকি সদস্যদের থেকে বেরিয়ে এসে তহবিল বিলের পক্ষে ভোট দিয়েছেন। শুধুমাত্র একজন সিনেট রিপাবলিকান - কেন্টাকির র্যান্ড পল - এর বিপক্ষে ভোট দিয়েছেন।
বিলটি পাসের ঘোষণাটি মূলত খালি ঘরে করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সিনেটররা উল্লাস ও করতালি দিয়েছিলেন।
বিলটি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স, বিলটি পাস হওয়ার পর বলেছেন, “আমরা সরকার পুনরায় চালু করতে যাচ্ছি, আমরা নিশ্চিত করতে যাচ্ছি যে ফেডারেল কর্মচারীরা... এখন তাদের অর্জিত এবং প্রাপ্য ক্ষতিপূরণ পাবেন।”
তহবিল বিলের বিরোধিতার কারণ হিসেবে ডেমোক্র্যাট পার্টির নেতারা বলেছিলেন, লাখ লাখ আমেরিকানকে স্বাস্থ্য বীমার জন্য অর্থ প্রদানে সহায়তা করে এমন ভর্তুকিগুলোর বিষয়ে আলোচনা না করা পর্যন্ত তারা সরকারি কার্যক্রমের জন্য নতুন তহবিলকে সমর্থন করবেন না। তাদের এই বিরোধিতার কারণে অক্টোবর থেকে অনেক সরকারি পরিষেবা স্থগিত করা হয়েছে এবং প্রায় ১৪ লাখ ফেডারেল কর্মচারী অবৈতনিক ছুটিতে আছেন অথবা বেতন ছাড়াই কাজ করছেন। এই বন্ধের ফলে বিভিন্ন পরিষেবার উপর ব্যাপক প্রভাব পড়েছে, যার মধ্যে রয়েছে ৪ কোটি ১০ লাখ নিম্ন আয়ের আমেরিকানদের জন্য মার্কিন বিমান ভ্রমণ এবং খাদ্য সুবিধা।
এয়ারলাইন ট্র্যাফিক ট্র্যাকার ফ্লাইটঅ্যাওয়্যারের মতে, সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে ২ হাজার ৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। কমপক্ষে ৯ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে।
ঢাকা/শাহেদ