ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অন্তত ২০ আরোহী নিয়ে তুর্কি সামরিক বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৯, ১১ নভেম্বর ২০২৫   আপডেট: ২২:৪৯, ১১ নভেম্বর ২০২৫
অন্তত ২০ আরোহী নিয়ে তুর্কি সামরিক বিমান বিধ্বস্ত

আজারবাইজান থেকে উড্ডয়নের পর কমপক্ষে ২০ আরোহী নিয়ে একটি তুর্কি সি-১৩০ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রয়টার্স।

কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি।

আজারবাইজান সীমান্তের কাছে ঘটনাস্থল থেকে প্রাপ্ত প্রাথমিক ভিডিওতে দেখা গেছে যে, ঘাসের টিলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ধাতুর টুকরো ছড়িয়ে আছে, বিমানের কিছু অংশ এখনো জ্বলছে এবং কালো ধোঁয়া পরিষ্কার আকাশে উঠছে। কাছাকাছি দমকল বাহিনীর সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা গেছে, বিমানটি মাটির দিকে নেমে আসছে এবং তারপর বিস্ফোরিত হয়েছে। রয়টার্স তাৎক্ষণিকভাবে সেই ফুটেজটি যাচাই করতে পারেনি। 

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, তার অফিস এবং মন্ত্রণালয় দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানায়। এছাড়া নিহতের সংখ্যা এখনো স্পষ্ট করা হয়নি। 

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের তৈরি বিমানটিতে তুর্কি এবং আজারবাইজানি সামরিক কর্মীরা ছিলেন।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়