১ মাসে ইসরায়েল ২৮২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার এক মাস পরেও ইসরায়েল প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে চুক্তি লঙ্ঘন করছে, শত শত মানুষকে হত্যা করছে।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে , ১০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ইসরায়েল কমপক্ষে ২৮২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তারা বিমান, কামান এবং সরাসরি গুলি করে আক্রমণ চালিয়েছে।
অফিসটি জানিয়েছে, ইসরায়েল ৮৮ বার বেসামরিক নাগরিকদের উপর গুলি চালিয়েছে, ‘হলুদ রেখা’ অতিক্রম করে আবাসিক এলাকায় ১২ বার অভিযান চালিয়েছে, গাজায় ১২৪ বার বোমা হামলা চালিয়েছে এবং ৫২ বার জনগণের সম্পত্তি ধ্বংস করেছে। এর পাশপাশি ইসরায়েল গত মাসে গাজা থেকে ২৩ জন ফিলিস্তিনিকে আটক করেছে।
এছাড়া শর্ত লঙ্ঘন করে ইসরায়েল গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা আটকে রেখেছে এবং সমগ্র উপত্যকাজুড়ে ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস করছে।
আল জাজিরার এক বিশ্লেষণ অনুসারে, গত ৩১ দিনের যুদ্ধবিরতির মধ্যে ২৫ দিনেই ইসরায়েল গাজায় আক্রমণ চালিয়েছে, অর্থাৎ মাত্র ছয় দিন ধরে কোনো সহিংস হামলা, মৃত্যু বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
অব্যাহত হামলা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলছে যে ‘যুদ্ধবিরতি’ এখনো বহাল রয়েছে।
১০ অক্টোবর দুপুরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, ইসরায়েল কমপক্ষে ২৪২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ৬২২ জন আহত করেছে।
১৯ ও ২৯ অক্টোবর - সর্বশেষ যুদ্ধবিরতির পর সবচেয়ে ভয়াবহ দুটি দিন। এই দুটি দিনে ইসরায়েল মোট ১৫৪ জনকে হত্যা করেছে।
ঢাকা/শাহেদ