দুর্নীতির প্রতিবাদে ফিলিপাইনে হাজার হাজার মানুষের বিক্ষোভ
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প এবং প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সহযোগীসহ শীর্ষ সরকারি কর্মকর্তাদের দুর্নীতি কেলেঙ্কারির জবাবদিহিতার দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছে।
রবিবার থেকে শুরু হওয়া তিন দিনের এই সমাবেশটি টাইফুনপ্রবণ দেশ জুড়ে হাজার হাজার বন্যা প্রতিরক্ষা প্রকল্প নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি বা অস্তিত্বই ছিল না এমন প্রকল্পের বিরুদ্ধে ক্ষোভের সর্বশেষ প্রদর্শন।
পুলিশের ধারণা, ইগলেসিয়া নি ক্রিস্টো বা চার্চ অফ ক্রাইস্টের ২৭ হাজার সদস্য দুপুরের আগে ম্যানিলার রিজাল পার্কে জড়ো হয়েছিল। অনেকেই সাদা পোশাক পরে এবং দুর্নীতিবিরোধী প্ল্যাকার্ড বহন করে বিকেলের বিক্ষোভের জন্য অবস্থান নিয়েছে।
গির্জার মুখপাত্র ব্রাদার এডউইন জাবালা জানিয়েছেন, তিন দিনের এই সমাবেশের লক্ষ্য ‘আমাদের অনুভূতি প্রকাশ করা এবং আমাদের অনেক দেশবাসীর আহ্বানে ইগলেসিয়া নি ক্রিস্টোর কণ্ঠস্বর তুলে ধরা যা আমাদের অনেক সরকারি কর্মকর্তার সাথে জড়িত দুর্নীতির নিন্দা করে।’
অন্যান্য দলগুলো রবিবার রাতে কুইজন শহরের উপকণ্ঠে পিপল পাওয়ার মনুমেন্টে একটি পৃথক দুর্নীতিবিরোধী বিক্ষোভ করার কথা রয়েছে।
ম্যানিলায় পরিকল্পিত বিক্ষোভের আগে দেশটির সেনাবাহিনী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। একই সময় ফিলিপাইনের জাতীয় পুলিশ জানিয়েছে, তারা নিরাপত্তার জন্য ১৫ হাজার পুলিশ মোতায়েন করবে।
মার্কোসের চাচাতো ভাই এবং প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার মার্টিন রোমুয়াল্ডেজসহ সরকারের সঙ্গে সখ্য রয়েছে এমন অনেক ব্যক্তি বন্যাবিরোধী প্রকল্পের জন্য মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এরপরই এই বিক্ষোভ শুরু হয়েছে। প্রকল্পগুলো নিম্নমানের ছিল বা কখনও সম্পন্ন হয়নি।
চলতি মাসের শুরুতে দেশের বিস্তীর্ণ অঞ্চলে সাম্প্রতিক ঝড়ের আঘাতে কমপক্ষে ২৫৯ জন নিহত হয়। এরপরেই জনসাধারণের ক্ষোভ আবারো ছড়িয়ে পড়তে শুরু করে।
ঢাকা/শাহেদ