ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রাম্পের গাজা পরিকল্পনা বাস্তবায়নের প্রধান বাধা নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৯, ১৬ নভেম্বর ২০২৫   আপডেট: ২০:২২, ১৬ নভেম্বর ২০২৫
ট্রাম্পের গাজা পরিকল্পনা বাস্তবায়নের প্রধান বাধা নেতানিয়াহু

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা পরিকল্পনা বাস্তবায়নের পথে প্রধান বাধা হিসেবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দেখা হচ্ছে। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের একটি বিশ্লেষণী প্রতিবেদনে এই বিষয়টি তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়েছে, নেতানিয়াহু ‘প্রকাশ্যে ইঙ্গিত’ দিচ্ছেন যে তিনি গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে যাওয়ার বিরোধিতা করছেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সোমবার গাজা সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব গ্রহণের বিষয়ে ভোট দেওয়ার আশা করা হচ্ছে। এই প্রস্তাবে ট্রাম্পের গাজা পরিকল্পনা অনুমোদন করতে পারে।

হারেৎজের বিশ্লেষণে বলা হয়েছে, মার্কিন আরব অংশীদাররা নেতানিয়াহুকে ‘গাজা পরিকল্পনা এগিয়ে নেওয়ার ট্রাম্পের প্রচেষ্টার সবচেয়ে বড় বাধা’ হিসেবে দেখছেন। নেতানিয়াহু ‘ফিলিস্তিনি রাষ্ট্রের দিকে কোনো অগ্রগতি হতে দেবেন না।’

গত সপ্তাহে একজন প্রতিরক্ষা কর্মকর্তা হারেৎজকে জানিয়েছিলেন, সিনিয়র রাজনৈতিক নেতারা রাফাহ ক্রসিং বন্ধ রাখার বিষয়ে অনড় রয়েছেন। এই সীমান্ত পয়েন্টটি পুনরায় চালু করা চুক্তির প্রাথমিক পর্যায়ের অংশ হওয়ার কথা ছিল।

হারেৎজের মতে, মার্কিন যুক্তরাষ্ট্র হামাসকে যে প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো এখনো অগ্রগতি অর্জন করতে পারেনি।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়