ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাবে জাতিসংঘের সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৯, ১৮ নভেম্বর ২০২৫  
গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাবে জাতিসংঘের সমর্থন

গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠনের প্রস্তাবে সমর্থন জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্ট্র প্রণীত এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে পরিষদের ১৩ সদস্য। কোনো দেশ বিরোধিতা না করলেও রাশিয়া ও চীন ভোটদানে বিরত থাকে।

প্রস্তাবের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত গাজার জন্য ২০ দফা পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা পরিষদের অনুমোদন পেল। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।

পরিকল্পনায় গাজায় যুদ্ধবিরতি টেকসই করা, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং হামাসসহ সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করার প্রক্রিয়া অন্তর্ভুক্ত রয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি, একাধিক দেশ আইএসএফে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে। বাহিনীটি ইসরায়েল, মিসর এবং নবগঠিত ও যাচাইকৃত ফিলিস্তিনি পুলিশ বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

তবে হামাস প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে তারা বলে, প্রস্তাবটি গাজায় ‘আন্তর্জাতিক অভিভাবকত্ব’ চাপিয়ে দেয়। এটা তাদের জনগণ ও বিভিন্ন গোষ্ঠী মানতে রাজি নয়।

প্রস্তাবে একটি অন্তর্বর্তী শাসন কাঠামো ‘বোর্ড অব পিস’ (বিওপি) গঠনের কথাও বলা হয়েছে, যা গাজা পুনর্গঠন, মানবিক সহায়তা তদারকি এবং একটি টেকনোক্র্যাট–নির্ভর ফিলিস্তিনি কমিটির কার্যক্রম দেখভাল করবে। গাজার পুনর্গঠনে অর্থায়ন বিশ্বব্যাংক–নিয়ন্ত্রিত একটি ট্রাস্ট ফান্ড থেকে আসবে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, প্রস্তাবটি মাঠপর্যায়ে দ্রুত বাস্তবায়িত হতে হবে এবং দীর্ঘমেয়াদি দুই রাষ্ট্র সমাধানের রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে সহায়ক হতে হবে।

প্রস্তাবের পক্ষে ফিলিস্তিনি কর্তৃপক্ষসহ মিসর, সৌদি আরব, তুরস্কসহ আরো কয়েকটি আরব ও মুসলিম দেশ সমর্থন করে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানায়।

সর্বশেষ

পাঠকপ্রিয়