শান্তি আলোচনার প্রস্তাব নিয়ে ইউক্রেনে মার্কিন প্রতিনিধি দল
রাশিয়ার সাথে ‘যুদ্ধ বন্ধের প্রচেষ্টা নিয়ে আলোচনা’ করতে পেন্টাগনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইউক্রেনে পৌঁছেছেন। মার্কিন সেনা সচিব ড্যান ড্রিসকলের নেতৃত্বে দলটি বৃহস্পতিবার সকালে ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেনকোর সাথে আলোচনা করেছে বলে জানিয়েছে বিবিসি।
মার্কিন প্রতিনিধি দল রাতেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।
বুধবার থেকে খবর আসতে শুরু করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া যুদ্ধ শেষ করার জন্য একটি নতুন প্রস্তাবিত কাঠামো প্রস্তুত করেছে। এই কাঠামোতে ইউক্রেনের কাছ থেকে অঞ্চল ছেড়ে দেওয়া এবং নাটকীয়ভাবে সামরিক বাহিনীর সদস্য হ্রাস করাসহ বড় ধরনের ছাড়ের প্রয়োজন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিভ এটি খসড়া করেছেন বলে জানা গেছে।
ওয়াশিংটন বা মস্কো কেউই আনুষ্ঠানিকভাবে এই পরিকল্পনার কথা নিশ্চিত করেনি।
তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্স-এ লিখেছেন, “টেকসই শান্তি অর্জনের জন্য উভয় পক্ষকে কঠিন কিন্তু প্রয়োজনীয় ছাড়ে সম্মত হতে হবে। এই যুদ্ধের অবসান ঘটানোর জন্য সম্ভাব্য ধারণাগুলোর একটি তালিকা তৈরি করতে যুক্তরাষ্ট্র উভয় পক্ষের সাথে পরামর্শ করছে।”
জানুয়ারিতে ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পর থেকে ড্রিসকলের দলটি কিয়েভে ভ্রমণকারী সবচেয়ে সিনিয়র সামরিক দল। তার সাথে সেনাবাহিনীর প্রধান জেনারেল র্যান্ডি জর্জ, ইউরোপে মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কমান্ডার জেনারেল ক্রিস ডোনাহু এবং সেনাবাহিনীর সার্জেন্ট মেজর মাইকেল ওয়েইমার যোগ দিয়েছেন।
বিষয়টির সাথে পরিচিত ব্যক্তিদের উদ্ধৃত করে সংবাদমাধ্যম অ্যাক্সিওস, ফিনান্সিয়াল টাইমস এবং রয়টার্স জানিয়েছে, পরিকল্পনাগুলোর মধ্যে কিয়েভকে পূর্ব ইউক্রেনের ডনবাসের অঞ্চলগুলো ছেড়ে দিতে হবে, সশস্ত্র বাহিনীর আকার উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে হবে এবং তার অনেক অস্ত্র ত্যাগ করতে হবে।
তবে প্রেসিডেন্ট জেলেনস্কি বারবার রাশিয়ার কাছে কোনো আঞ্চলিক ছাড়ের বিষয়টি অস্বীকার করেছেন।
ঢাকা/শাহেদ