গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৩
গাজায় ইসরায়েলি হামলায় ৩৩ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন। গত মাসে মার্কিন-সমর্থিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর মধ্যে এটি অন্যতম। চিকিৎসা কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
খান ইউনিসের নাসের হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে চারটি ইসরায়েলি বিমান হামলার পর তারা পাঁচ নারী এবং পাঁচ শিশুসহ ১৭ জনের মৃতদেহ পেয়েছেন।
গাজা সিটিতে, চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, দুটি বিমান হামলায় সাতজন শিশু এবং তিনজন নারীসহ ১৬ জন নিহত হয়েছেন।
ইসরায়েল জানিয়েছে, বুধবার খান ইউনিসে তাদের সেনাদের লক্ষ্য গুলি করার পর তারা এই হামলা শুরু করেছে।
হামাস ইসরায়েলি হামলাকে ‘মর্মান্তিক গণহত্যা’ বলে নিন্দা জানিয়েছে এবং ইসরায়েলি সেনাদের উপর গুলি চালানোর কথা অস্বীকার করেছে।
গাজার ফিলিস্তিনিরা কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
দুই বছরের যুদ্ধের সময় প্রধান মধ্যস্থতাকারী কাতার ‘নৃশংস’ ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়ে বলেছে, এটি ‘একটি বিপজ্জনক বৃদ্ধি যা যুদ্ধবিরতি চুক্তিকে দুর্বল করার হুমকি।’
ঢাকা/শাহেদ