ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভিয়েতনামে বন্যায় ৪১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ২১ নভেম্বর ২০২৫  
ভিয়েতনামে বন্যায় ৪১ জনের মৃত্যু

ভিয়েতনামের মধ্যাঞ্চলে টানা বৃষ্টিপাত ও বন্যায় কমপক্ষে ৪১ জনের মৃত্যু হয়েছে। এছা্ড়া এখনো নিখোঁজ নয়জনের সন্ধান চলছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, বন্যার ফলে ৫২ হাজারেরও বেশি বাড়িঘর ডুবে গেছে এবং পাঁচ লাখ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যা কবলিত অঞ্চল থেকে কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

গত তিন দিনে বেশ কয়েকটি এলাকায় ১ দশমিক ৫ মিটার  বৃষ্টিপাত হয়েছে, এমনকি কিছু অংশে ১৯৯৩ সালের বন্যার সর্বোচ্চ ৫ দশমিক ২ মিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে ভিয়েতনাম চরম আবহাওয়ায় বিপর্যস্ত হয়েছে। কালমায়েগি এবং বুয়ালোই নামে দুটি টাইফুন কয়েক সপ্তাহের মধ্যে মৃত্যু ও ধ্বংসের ধারা রেখে গেছে।

সরকারি হিসাব অনুসারে, ভিয়েতনামে প্রাকৃতিক দুর্যোগে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে ২০০ কোটি ডলারের ক্ষতি হয়েছে।

সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে উপকূলীয় শহর হোই আন এবং নাহা ট্রাং। কেন্দ্রীয় উচ্চভূমির একটি গুরুত্বপূর্ণ কফি উৎপাদন অঞ্চল ডাক লাকের কৃষকরা ইতিমধ্যেই পূর্ববর্তী ঝড়ের কারণে ফসল কাটা বন্ধ করে দেওয়ার কারণে বিপাকে পড়েছেন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টুওই ট্রে অনুসারে, দেশের বৃহত্তম কফি উৎপাদনকারী অঞ্চল ডাক লাক প্রদেশে কয়েক হাজার বাড়িঘর ডুবে গেছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়