ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইসরায়েলপন্থিকে আমন্ত্রণ করায় বৃহত্তম ইসলামি সংগঠনের প্রধানকে পদত্যাগের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ২২ নভেম্বর ২০২৫   আপডেট: ১৮:১৯, ২২ নভেম্বর ২০২৫
ইসরায়েলপন্থিকে আমন্ত্রণ করায় বৃহত্তম ইসলামি সংগঠনের প্রধানকে পদত্যাগের নির্দেশ

আগস্ট মাসে গাজা যুদ্ধের সময় ইসরায়েলের সমর্থনের জন্য পরিচিত একজন মার্কিন পণ্ডিতকে আমন্ত্রণ জানানোর জন্য দরের প্রধানকে পদত্যাগ করতে বলেছে ইন্দোনেশিয়ার বৃহত্তম ইসলামি সংগঠন নাহদলাতুল উলামা। শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বিশ্বের বৃহত্তম ইসলামি সংগঠন এনইউ-এর প্রায় ১০ কোটি সদস্য এবং সহযোগী সংগঠনের সদস্য রযেছে। বৃহস্পতিবার দলটির সভার কার্যবিবরণী অনুসারে, চেয়ারম্যান ইয়াহিয়া চোলিল স্টাকুফকে পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য তিন দিন সময় দেওয়া হয়েছে, অথবা তাকে পদ থেকে অপসারণ করা হবে।

‘আন্তর্জাতিক জায়োনিজম নেটওয়ার্কের সাথে যুক্ত’ একজন ব্যক্তিকে একটি অভ্যন্তরীণ অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো এবং আর্থিক অব্যবস্থাপনার অভিযোগকে স্টাকুফকে পদচ্যুতির কারণ হিসেবে উল্লেখ করেছে এনইউ।

২০২১ সাল থেকে এনইউ-এর চেয়ারম্যান থাকা স্টাকুফ মন্তব্যের অনুরোধের সাথে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

এনইউ কর্মকর্তা নাজিব আজকা রয়টার্সকে জানিয়েছেন, এই সিদ্ধান্তটি আগস্টে অনুষ্ঠিত একটি প্রশিক্ষণ অনুষ্ঠানে সাবেক মার্কিন কর্মকর্তা এবং পণ্ডিত পিটার বারকোভিটজকে স্টাকুফের আমন্ত্রণের সাথে সম্পর্কিত।

স্টাকুফ আমন্ত্রণের জন্য ক্ষমা চেয়েছেন এবং এটিকে একটি ভুল বলে অভিহিত করেছেন। কারণ তিনি বারকোভিটজের পটভূমি সাবধানতার সাথে পরীক্ষা করেননি। একইসঙ্গে তিনি ইসরায়েলের ‘গাজায় নৃশংস গণহত্যার’ নিন্দা করেছেন।

বারকোভিটজ এর ওয়েবসাইট অনুসারে, তিনি প্রায়শই গাজায় ইসরায়েলের অভিযানের সমর্থনে লেখালেখি করেন। এসব লেখার মধ্যে সেপ্টেম্বরে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ খণ্ডন করার লক্ষ্যে একটি লেখাও রয়েছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়