ইউক্রেনকে দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাব কে লিখেছে?
ইউক্রেনের যুদ্ধ শেষ করার জন্য ২৮ দফা পরিকল্পনাটি কে লিখেছিল তা নিয়ে এবার বিতর্ক শুরু হয়েছে। দুই মার্কিন সিনেটরের মন্তব্যের পরে এই বিতর্ক শুরু হয়েছে। ওই সিনেটররা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত পরিকল্পনাটি রাশিয়ার লেখা। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পরিকল্পনাটি ওয়াশিংটনের লেখা।
গত সপ্তাহে ইউক্রেন যুদ্ধ অবসানে ২৮ দফা পরিকল্পনা উপস্থাপন করেছিল ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউজের শান্তি পরিকল্পনায় এমন কিছু প্রস্তাব রয়েছে যা কিয়েভ এর আগে বাতিল করে দিয়েছিল। যেমন: ইউক্রেনের পূর্বাঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দেওয়া, ইউক্রেনের সেনাবাহিনীর আকার কমানো এবং ন্যাটোতে যোগদান না করার প্রতিশ্রুতি দেওয়া। ওয়াশিংটন কিয়েভকে শান্তি পরিকল্পনাটি গ্রহণের জন্য চাপ দিচ্ছে। এই পরিকল্পনায় রাশিয়াকে অনেক সুবিধা দেওয়ায় হয়েছে বলে দাবি করছে ইউক্রেন ও তার মিত্ররা।
মার্কিন সিনেটরদের একটি দল জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাদের জানিয়েছেন, পরিকল্পনাটি আসলে কোনো আমেরিকান প্রস্তাব নয় এবং ওয়াশিংটনের সরকারি অবস্থানকে প্রতিফলিত করে না।
সিনেট গোয়েন্দা কমিটিতে থাকা রিপাবলিকান সিনেটর মাইক রাউন্ডস শনিবার বলেছেন, “পররাষ্ট্রমন্ত্রী রুবিও আজ বিকেলে আমাদের সাথে ফোনে কথা বলেছেন। আমার মনে হয় তিনি আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন যে আমরা একটি প্রস্তাবের প্রাপক যা আমাদের একজন প্রতিনিধির কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। এটি আমাদের সুপারিশ নয়, এটি আমাদের শান্তি পরিকল্পনা নয়। এটি একটি প্রস্তাব যা গৃহীত হয়েছিল।”
এই মন্তব্যের পর রুবিও সাফ বলেছেন, “শান্তি প্রস্তাবটি মার্কিন যুক্তরাষ্ট্রের রচিত। এটি চলমান আলোচনার জন্য একটি শক্তিশালী কাঠামো হিসেবে প্রস্তাব করা হয়েছে। এটি তৈরি করা হয়েছে রাশিয়া দেওয়া প্রস্তাবের উপর ভিত্তি করে। তবে এটি ইউক্রেনের পূর্ববর্তী এবং চলমান প্রস্তাবের উপরও ভিত্তি করে তৈরি করা হয়েছে।
ইউক্রেনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক রবিবার সকালে জল্পনা আরো বাড়িয়ে এক্স-এ একটি পোস্টে বলেছেন, “পরিকল্পনার লেখক কে এবং এটি কোথায় তৈরি করা হয়েছে তা নিশ্চিতভাবে জানা ভালো হবে।”
ঢাকা/শাহেদ