মিশরে হামাসের প্রতিনিধি দল
গাজা যুদ্ধের মধ্যস্থতাকারীদের সাথে আলোচনার জন্য মিশরে পৌঁছেছে হামাসের প্রতিনিধি দল। সূত্রের বরাত দিয়ে রবিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে হামাসের একজন কর্মকর্তা বলেছেন, প্রতিনিধি দলটি ইসরায়েলের ‘যুদ্ধবিরতি চুক্তির অব্যাহত লঙ্ঘন’ নিয়ে আলোচনা করবে।
গত মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতি নিশ্চিত করতে মিশর, কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করছে হামাস এবং ইসরায়েলের মধ্যে ।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, শনিবার দেশটির সেনাবাহিনী পাঁচজন সিনিয়র হামাস সদস্যকে হত্যা করেছে।
গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন।
১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয় হামাস ও ইসরায়েলের মধ্যে। তবে এর পরের দিন থেকেই ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রাখে ইসরায়েল। যুদ্ধবিরতি ঘোষণার পর ৪৪ দিনে কমপক্ষে ৪৯৭ বার গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল।
গাজা সরকারি গণমাধ্যম অফিসের তথ্য অনুযায়ী, হামলায় প্রায় ৩৪২ জন বেসামরিক লোক নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু, নারী এবং বৃদ্ধ।
ঢাকা/শাহেদ