ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধিতে অবদান, প্রেসসচিব তারিক চয়নের মেয়াদ বাড়ল

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ২৭ নভেম্বর ২০২৫   আপডেট: ১৪:১০, ২৭ নভেম্বর ২০২৫
বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধিতে অবদান, প্রেসসচিব তারিক চয়নের মেয়াদ বাড়ল

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) পদে আরো এক বছর দায়িত্ব পালন করবেন তারিকুল ইসলাম ভূঁইয়া ওরফে তারিক চয়ন।

বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশের রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব (আবু সালেহ মো. মাহফুজুল আলম) স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়: পূর্ববর্তী চুক্তির ধারাবাহিকতায় ১১ নভেম্বর ২০২৫ হতে আগামী ১০ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত এ নতুন নিয়োগ কার্যকর হবে।

এর আগে (১২ নভেম্বর) বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (মো. ইব্রাহিম ভূঞা) স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘তারিকুল ইসলাম ভুঁইয়া বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা, ভারত মিশনে প্রথম সচিব
(প্রেস) হিসেবে যোগদান করে ভারতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বৃদ্ধিতে অবদান রেখেছেন। তিনি কলকাতায় মিডিয়া ব্যক্তিত্বদের সাথে প্রশংসনীয় পেশাদার সম্পর্ক গড়ে তুলেছেন।’

উল্লেখ্য, কূটনৈতিক মিশনে যোগদানের আগে তারিক বাংলাদেশের একজন স্বনামধন্য সাংবাদিক ছিলেন। তিনি বাংলাভিশন টিভি চ্যানেল, দৈনিক মানবজমিন, দৈনিক জনকণ্ঠ, দৈনিক কালেরকন্ঠ সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে সম্পৃক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তারিক দেশ-বিদেশের বিভিন্ন পত্রিকায় কূটনৈতিক, রাজনৈতিক এবং আন্তর্জাতিক বিষয়ে কলাম লিখেও খ্যাতি অর্জন করেন।

কর্মক্ষেত্রে এবং সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য তিনি সম্প্রতি মালয়েশিয়ায় ‘ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড, পশ্চিমবঙ্গে ‘মৈত্রী সম্মাননা’ ও ‘সেরা বাঙালি সম্মাননা’ লাভ করেছেন।

ঢাকা/সুচরিতা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়