ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৩ হাজার রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ২৭ নভেম্বর ২০২৫   আপডেট: ১৮:০৪, ২৭ নভেম্বর ২০২৫
৩ হাজার রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা

নির্বাচন উপলক্ষে মিয়ানমারে তিন হাজারেরও বেশি রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছে সামরিক জান্তা। বুধবার তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্ট্রেট টাইমস।

২০২১ সালে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। ওই সময় বিপুল সংখ্যক রাজনৈতিক কর্মীকে গ্রেপ্তার করে সামরিক জান্তা। এই অভ্যুত্থান একটি ধ্বংসাত্মক গৃহযুদ্ধের সূত্রপাত করেছিল। আন্তর্জাতিক চাপের মুখে সামরিক বাহিনী ২৮ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করেছে।

জান্তা ২৬ নভেম্বর জান্তা জানিয়েছে, অভ্যুত্থান-পরবর্তী বাকস্বাধীনতা নিয়ন্ত্রণকারী আইনের অধীনে অভিযুক্ত তিন হাজার ৮৫ জনের সাজা মওকুফ করা হয়েছে।

ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারের বাইরে এএফপির সাংবাদিকরা বৃহস্পতিবার সকালে প্রায় ২০০ বন্দিকে মুক্তি দিতে দেখেছেন।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে ছিলেন অং সান সু চির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সাবেক তথ্য কমিটির প্রধান কি টো।

মুক্তির পরের এক সাক্ষাৎকারে তিনি রাজনীতির বিষয়টি মূলত এড়িয়ে গেছেন। তবে রাজধানী নেপিদোতে সামরিক আটক অবস্থায় থাকা সু চির সাথে ‘একসাথে কাজ করার জন্য দৃঢ় থাকার’ প্রতিশ্রুতি দিয়েছেন।

 অভ্যুত্থানের বিরোধিতা করার জন্য কারাবন্দী করা হয়েছিল এইসব ব্যক্তি, যা গৃহযুদ্ধের সূত্রপাত করেছিল। জেনারেলরা বলেছেন যে "আসন্ন গণতান্ত্রিক বহুদলীয় সাধারণ নির্বাচনে যোগ্য সকলেই যাতে ভোটদানের অধিকার হারাতে না পারেন" তা নিশ্চিত করার জন্য এই সাজা প্রত্যাহার করা হয়েছে। ডিসেম্বর এবং জানুয়ারিতে নির্ধারিত নির্বাচনকে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা একটি প্রহসন বলে মনে করে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়