হংকংয়ে অ্যাপার্টমেন্ট ব্লকে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বাড়ছে
হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো এলাকায় অ্যাপার্টমেন্ট ব্লকে লাগা ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার রাতে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬৫ তে পৌঁছেছে। এছাড়া এখনো নিখোঁজ আছে আড়াই শতাধিক মানুষ। বৃহস্পতিবার বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ওয়াং ফুক কোর্ট নামে ওই অ্যাপার্টমেন্ট ব্লকে বুধবার অগ্নিকাণ্ড ঘটে। ২০২১ সালের সরকারি আদমশুমারি অনুযায়ী, এই আবাসিক কমপ্লেক্সে প্রায় চার হাজার ৬০০ মানুষের জন্য এক হাজার ৯৮৪টি অ্যাপার্টমেন্ট রয়েছে। বৃহস্পতিবা রাতে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে অগ্নিনির্বাপণ বিভাগ।
হংকংয়ের দমকল বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টা পর্যন্ত, আগুনে ৬৫ জন মারা গেছেন, ৭০ জন আহত হয়েছেন। এছাড়া ১০ জন দমকলকর্মীও আহত হয়েছেন। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন আড়াই শতাধিক মানুষ।
অগ্নিকাণ্ডের ঘটনায় নির্মাণ কোম্পানির তিন নির্বাহীকে গ্রেপ্তার করা হয়েছে এবং সম্ভাব্য দুর্নীতির তদন্ত শুরু করা হয়েছে।
হংকংয়ের প্রধান নির্বাহী জন লি জানিয়েছেন, তিন কোটি ৯০ লাখ মার্কিন ডলারের সহায়তা তহবিল গঠন করা হচ্ছে এবং প্রতিটি পরিবারকে ১ হাজার ৩০০ মার্কিন ডলার দেওয়া হবে।
ঢাকা/শাহেদ