জাপানের প্রধানমন্ত্রীকে চীনের সঙ্গে বিরোধ না বাড়াতে বললেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচিকে চীনের সাথে বিরোধ আরো না বাড়াতে বলেছিলেন। কারণ তিনি বেইজিংয়ের সাথে একটি ভঙ্গুর বাণিজ্য যুদ্ধবিরতি বজায় রাখার চেষ্টা করছেন। সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
চলতি মাসের শুরুতে সানাই তাকাইচি পার্লামেন্টে জানিয়েছিলেন, তাইওয়ানের উপর চীনের একটি কাল্পনিক আক্রমণ জাপানকে হুমকির মুখে ফেলেছে। বিষয়টি জাপানের সামরিক প্রতিক্রিয়াকে ন্যায্যতা দিতে পারে। তার মন্তব্য বেইজিংকে ক্ষুব্ধ করে। এর ফলে চীন তার নাগরিকদের পূর্ব এশীয় প্রতিবেশী দেশ ভ্রমণের বিরুদ্ধে সতর্ক করেছিল।
জাপানের দুটি সরকারি সূত্র জানিয়েছে, ২৫ নভেম্বর তাকাইচির সাথে টেলিফোনে ট্রাম্প বলেছিলেন যে তিনি আর কোনো উত্তেজনা দেখতে চান না, কারণ বিষয়টি একটি সংবেদনশীল বিষয়।
একটি সূত্র জানিয়েছে, অবশ্য ট্রাম্প জাপানের প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো নির্দিষ্ট দাবি করেননি। তিনি মন্তব্য প্রত্যাহারের জন্য বেইজিংয়ের আহ্বানের প্রতিধ্বনি করেননি। জাপান কোনো প্রস্তাব দেয়নি, বরং বলেছে যে মন্তব্যগুলি দীর্ঘস্থায়ী নীতির প্রতিফলন ঘটায়।
বৃহস্পতিবার এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা ‘কূটনৈতিক বিনিময়’ সম্পর্কে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
ঢাকা/শাহেদ