বাংলাদেশি ক্রিকেটারদের ভারতে খেলতে দেওয়া উচিত নয়: বিজেপি নেতা
বিজেপির পশ্চিমবঙ্গ ইউনিটের দাবি, পাকিস্তানি খেলোয়াড়দের যেমন ভারতে খেলতে দেওয়া হয় না, তেমনি বাংলাদেশি ক্রিকেটারদেরও ভারতে খেলতে দেওয়া উচিত নয়। বিজেপির সাবেক রাজ্যপ্রধান দিলিপ ঘোষ রবিবার এ দাবি করেছেন বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
উগ্রপন্থীদের হুমকির মুখে বাংলাদেশি বোলার মোস্তাফিজকে আইপিএল থেকে শনিবার বাদ দেয় ভারত। দেশটির ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দিলিপ।
তিনি বলেছেন, “পাকিস্তানি ক্রিকেটারদের যেমন ভারতে খেলতে দেওয়া হয় না, তেমনি বাংলাদেশি ক্রিকেটারদেরও ভারতে খেলতে দেওয়া উচিত নয়। কলকাতার জনগণের দাবি ছিল এটি এবং বিসিসিআই তা মেনে নিয়েছে। আমি বিসিসিআই-এর প্রতি কৃতজ্ঞ। আমরা এখানে সেইসব লোকদের খেলতে দেব না যারা আমাদের দেশের বিরুদ্ধে।”
বাংলাদেশের তথাকথিত সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দিলিপ ঘোষ বলেন, “বাংলাদেশে যা ঘটছে তা কারো জন্যই ঠিক নয়। আমাদের দেশ যা করা দরকার তা করছে। আমাদের জনগণ সেখানে হিন্দুদের উপর অত্যাচারের জন্য দুঃখিত। আমরা চাই বাংলাদেশে নির্বাচন হোক যাতে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার হয় এবং সীমান্তে উত্তেজনা কম হয়।”
এদিকে রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেছেন, “দেশের স্বার্থে সিদ্ধান্ত নেওয়ার আগে বিসিসিআই অবশ্যই অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে, কারণ জাতি সবার আগে। আমাদের এই বিষয়ে জড়ানো উচিত নয়। সবকিছুতে রাজনীতি টেনে আনা উচিত নয়। আমাদের বিসিসিআই-কে স্বাধীনভাবে কাজ করার অনুমতি দেওয়া উচিত।”
ঢাকা/শাহেদ