ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশ্ববাজারে তেলের দাম কমেছে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৪৫, ৭ জানুয়ারি ২০২৬
বিশ্ববাজারে তেলের দাম কমেছে

বিশ্ববাজাারে তেলের দাম ১ শতাংশেরও বেশি কমেছে। ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রকে তিন থেকে পাঁচ কোটি ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ করবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেওয়ার পর এই দরপতন ঘটেছে। বুধবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

বুধবার আন্তর্জাতিক মানদণ্ড, ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৬০ ডলারের নিচে নেমে এসেছে। একইসময় মার্কিন তেলের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে ৫৬ দশমিক ৪৪ ডলারে দাঁড়িয়েছে।

আরো পড়ুন:

মার্কিন দখলদারিত্বের ফলে ভেনেজুয়েলার তেল রপ্তানি চীনে ব্যাহত হওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পাচ্ছে। ল্যাটিন আমেরিকার দেশটির তার অপরিশোধিত তেলের প্রায় ৮০ শতাংশ চীনে রপ্তানি করতো। এর ফলে বেইজিংকে তার অপরিশোধিত তেলের জন্য উচ্চ মূল্য দিতে বাধ্য হতে পারে এবং হোয়াইট হাউসের সাথে উত্তেজনা বৃদ্ধি পাবে।

বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভেনেজুয়েলা ‘তার প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর পূর্ণ ও স্থায়ী সার্বভৌমত্ব উপভোগ করে’ এবং মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির কাছে তার তেল হস্তান্তরের দাবি ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব লঙ্ঘন করে এবং ভেনেজুয়েলার জনগণের অধিকারের ক্ষতি করে।’

এর আগে তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে ট্রাম্প বলেছিলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি এই অর্থ নিয়ন্ত্রণ করব, যাতে ভেনেজুয়েলা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের উপকারে এটি ব্যবহার করা যায় … এই তেল জাহাজের মাধ্যমে নেওয়া হবে এবং সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের আনলোডিং ডকে আনা হবে।”
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়