ঢাকা     রোববার   ১১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিরিয়ায় আইএস ঘাঁটিতে মার্কিন হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৭, ১১ জানুয়ারি ২০২৬  
সিরিয়ায় আইএস ঘাঁটিতে মার্কিন হামলা

দুই মার্কিন সেনা ও একজন দোভাষী হত্যার ঘটনার প্রতিশোধ হিসেবে সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর ঘাঁটিতে বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবার (১০ জানুয়ারি) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ‘অপারেশন হকআই স্ট্রাইক’-এর অংশ হিসেবে এই হামলা চালানো হয়। খবর বিবিসির। 

আরো পড়ুন:

সেন্টকম জানায়, গত ১৩ ডিসেম্বর সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইএসের প্রাণঘাতী হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। ওই হামলায় দুইজন মার্কিন সেনা ও একজন মার্কিন বেসামরিক দোভাষী নিহত হন।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র ও মিত্র বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করতেই এই হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, “আমাদের যোদ্ধাদের ক্ষতি করলে আমরা আপনাদের খুঁজে বের করব এবং পৃথিবীর যেখানেই থাকুন না কেন, বিচার এড়াতে পারবেন না।” 

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া তথ্যে এক কর্মকর্তা জানান, অভিযানে ২০টির বেশি যুদ্ধবিমান অংশ নেয় এবং ৩৫টিরও বেশি লক্ষ্যবস্তুতে ৯০টির বেশি নিখুঁত গোলাবারুদ নিক্ষেপ করা হয়। অভিযানে এফ–১৫ই, এ–১০, এসি–১৩০জে, এমকিউ–৯ ড্রোন এবং জর্ডানের এফ–১৬ যুদ্ধবিমান ব্যবহৃত হয়েছে। হামলার সুনির্দিষ্ট স্থান এবং এতে হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত করা হয়নি।

এর আগে, গত ডিসেম্বর ‘অপারেশন হকআই স্ট্রাইক’-এর আওতায় ১১টি অভিযানে প্রায় ২৫ জন আইএস সদস্যকে হত্যা বা আটক করার দাবি করে সেন্টকম। প্রথম অভিযানে যুক্তরাষ্ট্র ও জর্ডানের যৌথ বাহিনী সিরিয়ার মধ্যাঞ্চলে ৭০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

ঢাকা/ইভা   

সর্বশেষ

পাঠকপ্রিয়