ঢাকা     মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্র ‘পরীক্ষা’ করতে চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ১৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ০৯:০৯, ১৩ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্র ‘পরীক্ষা’ করতে চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ফাইল ফটো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন যদি ইরানকে ‘পরীক্ষা’ করতে চায়, তবে তার দেশ যুদ্ধের জন্য প্রস্তুত। তবে তিনি আশা প্রকাশ করেছেন, যুক্তরাষ্ট্র সংলাপের বুদ্ধিদীপ্ত পথ বেছে নেবে।

সোমবার (১২ জানুয়ারি) আলজাজিরা আরবিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আরাঘচি বলেন, “চলমান অস্থিরতার মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের চ্যানেল খোলা রয়েছে।”

একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইরান সব ধরনের বিকল্পের জন্য প্রস্তুত। তার দাবি, গত বছরের ১২ দিনের যুদ্ধের তুলনায় এখন ইরানের সামরিক প্রস্তুতি অনেক বেশি ও বিস্তৃত।

রবিবার দেওয়া ট্রাম্পের বক্তব্যের পর আরাঘচির এই মন্তব্য আসে। অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া ইরানের দেশজুড়ে বিক্ষোভ সম্প্রতি সরকারবিরোধী বৃহত্তর আন্দোলনে রূপ নিয়েছে। এসব বিক্ষোভ দমনে সরকারের কঠোর অবস্থানের প্রেক্ষাপটে ট্রাম্প বলেন, “ইরানের বিরুদ্ধে তিনি কঠোর বিকল্প বিবেচনা করছেন, যার মধ্যে সামরিক পদক্ষেপও থাকতে পারে।” 

ট্রাম্প আরো বলেন, “ইরানের সঙ্গে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য একটি বৈঠকের প্রস্তুতি চলছে। তবে তার ভাষায়, বৈঠকের আগেই পরিস্থিতির কারণে আমাদের হয়তো ব্যবস্থা নিতে হতে পারে।” 

আরাঘচি বলেন, “ওয়াশিংটন যদি সামরিক বিকল্প পরীক্ষা করতে চায়, যা তারা আগেও করেছে, তবে আমরা তার জন্য প্রস্তুত।” 

সাক্ষাৎকারে তিনি আরো বলেন, “বিক্ষোভকারীদের ভেতরে সন্ত্রাসী অনুপ্রবেশ করেছে, যারা নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।” ইরান গত দুই সপ্তাহের অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে আসছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, গত দুই সপ্তাহে ইরানে অন্তত ১০০ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। তবে বিরোধী কর্মীদের দাবি, নিহতের সংখ্যা আরো বেশি এবং এর মধ্যে শত শত বিক্ষোভকারী রয়েছেন। 

গত বৃহস্পতিবার থেকে ইন্টারনেট বন্ধ থাকায় ইরান থেকে তথ্যপ্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। 

সোমবার আরাঘচি বলেন, “নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে ইন্টারনেট সেবা পুনরায় চালু করা হবে।”

নেটওয়ার্ক পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানায়, সোমবার গ্রিনিচ মান সময় বিকেল ৪টা ২৯ মিনিট পর্যন্ত ইরান টানা ৯৬ ঘণ্টা অফলাইনে ছিল।

আরাঘচি জানান, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে তার যোগাযোগ বিক্ষোভের আগে ও পরেও অব্যাহত ছিল এবং এখনো চলছে।

তিনি বলেন, “ওয়াশিংটনের সঙ্গে আলোচিত প্রস্তাবগুলো তেহরানে পর্যালোচনা করা হচ্ছে। তবে হুমকি বা চাপ ছাড়া হলে আমরা পারমাণবিক আলোচনার টেবিলে বসতে প্রস্তুত।” তবে তিনি প্রশ্ন তোলেন, যুক্তরাষ্ট্র আদৌ ন্যায্য ও সঠিক আলোচনার জন্য প্রস্তুত কি না।

ঢাকা/ইভা   

সর্বশেষ

পাঠকপ্রিয়