ঢাকা     মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইসির সিদ্ধান্তে অনিশ্চয়তায় শাকসু, রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সিলেট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ১৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ১০:১৭, ১৩ জানুয়ারি ২০২৬
ইসির সিদ্ধান্তে অনিশ্চয়তায় শাকসু, রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শাকসু নির্বাচন নির্ধারিত সময়ে আয়োজনের দাবিতে সোমবার রাতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র সংসদসহ দেশের সব ধরনের সাংগঠনিক নির্বাচন না করতে আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ সিদ্ধান্তে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আরো পড়ুন:

সঠিক সময়ে নির্বাচনের দাবিতে সোমবার (১২ জানুয়ারি) রাতে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। রাত সাড়ে ১০টার পর বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনে জড়ো হয়ে তারা বিক্ষোভ শুরু করেন। পরে একটি মিছিল ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে শাকসু নির্বাচন হয় না। জাতীয় নির্বাচনের অজুহাতে আবারো শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত তারা মানতে পারছেন না। তাদের ভাষ্য, ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের মৌলিক অধিকার।

বিক্ষোভে অংশ নেওয়া ইসলামী ছাত্র শিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, ‍“শিক্ষার্থীরা তাদের প্রতিনিধিত্ব চান। দীর্ঘদিন ঝুলে থাকা ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসনকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি।”

ঢাকা/রাহাত/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়