ঢাকা     সোমবার   ১২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৬ দিন পর উৎপাদনে ফিরেছে যমুনা সার কারখানা

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৩, ১২ জানুয়ারি ২০২৬   আপডেট: ০৮:৪৬, ১২ জানুয়ারি ২০২৬
৬ দিন পর উৎপাদনে ফিরেছে যমুনা সার কারখানা

যমুনা সার কারখানা।

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে ছয়দিন পর পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু করেছে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা।

রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উৎপাদনে ফেরে প্রতিষ্ঠানটি। বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন। 

আরো পড়ুন:

তিনি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে গত ৫ জানুয়ারি রাত ১২টার দিকে বন্ধ হয়ে যায় যমুনা সার কারখানার উৎপাদন কার্যক্রম। যান্ত্রিক ত্রুটি মেরামত করে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবারো উৎপাদনে ফিরে প্রতিষ্ঠানটি।

গ্যাস সংযোগ না থাকায় দীর্ঘ ২৩ মাস বন্ধ ছিল যমুনা সার কারখানার উৎপাদন। গ্যাস সংযোগ পেয়ে গত বছরের ২৩ ডিসেম্বর উৎপাদন শুরু করে প্রতিষ্ঠানটি। পরে ৫ জানুয়ারি রাতে যান্ত্রিক ত্রুটির কারণে আবারো বন্ধ হয়ে যায় যমুনা সার কারখানার উৎপাদন।

১৯৯১ সালে প্রতিষ্ঠিত হওয়া যমুনা সার কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা ১৭০০ মেট্রিক টন। বর্তমানে এর বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ৪২ হাজার টন।

ঢাকা/শোভন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়