ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেএমপির নতুন কমিশনার মোজাম্মেল হক 

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০২, ১৬ জুলাই ২০২৩  
কেএমপির নতুন কমিশনার মোজাম্মেল হক 

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে হাইওয়ে পুলিশের ডিআইজি মো. মোজাম্মেল হককে। রোববার (১৬ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনের সই করেন সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ। 

কেএমপির বর্তমান কমিশনার মো. মাসুদুর রহমানকে হাইওয়ে পুলিশের ডিআইজি পদে বদলি করা হয়েছে।

আরো পড়ুন:

কেএমপি'র সূত্র জানান, গত বছরের (২০২২ সালে) ১৬ অক্টোবর অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক হিসেবে হাইওয়ে পুলিশের দায়িত্ব নেন মো. মোজাম্মেল হক। এর আগে র‌্যাব-৪ এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 

১৯৯৯ সালের ২৫ জানুয়ারি পুলিশ বিভাগে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন মো. মোজাম্মেল হক। পঞ্চগড় ও রাজশাহীতে এএসপি (সার্কেল) এবং নাটোর, রাজশাহী, কুমিল্লা ও ঢাকায় অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়াও জয়পুরহাট, বগুড়া, নওগাঁয় ছিলেন পুলিশ সুপার হিসেবে। পরবর্তীতে মোজাম্মেল হক ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদে কর্মরত অবস্থায় এডিশনাল ডিআইজি পদে পদোন্নতি পান এবং র‌্যাব-১৩ (রংপুর) এর অধিনায়ক হন। র‌্যাবে থাকাকালে ১৩ মাস সুদানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে অংশ নেন তিনি।
 

নুরুজ্জামান/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়