ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

করোনার চিকিৎসা সামগ্রী উদ্ধার : ৪ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ১৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনার চিকিৎসা সামগ্রী উদ্ধার : ৪ জন রিমান্ডে

করোনাভাইরাসের চিকিৎসা ও প্রতিরোধের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ উপকরণ অবৈধভাবে মজুদ ও বাড়তি দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার চারজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১৭ এপ্রিল) পুলিশ আসামিদের আদালতে হাজির করে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় প্রত্যেকের সাত দিন করে রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, আনোয়ার হোসেন, অমিত বসাক, শোয়াইব ও শুভ।

এর আগে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে বাংলামোটরের জহুরা টাওয়ারে অবস্থিত এবিসি করপোরেশনের কার্যালয়ে অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেপ্তার করে ডিএমপির রমনা বিভাগের একটি টিম। এসময় ওই কার্যালয়ে মজুদ করা ২৭৫ পিস করোনা টেস্টিং কিট, ৯ হাজার ৫০ পিস সাধারণ মাস্ক, ১০০ পিস এন ৯৫ মাস্ক, ১৯৮ পিস পিপিই, ৯৬০ জোড়া হ্যান্ড গ্লাভস, ২৫০ জোড়া চশমা, ৯০০টি ক্যাপ, ১৪৪০ টি শু-কাভার জব্দ করে।


ঢাকা/মামুন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়