ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাল টাকা উদ্ধারের মামলায় সাহেদের প্রতিবেদন ১৫ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ৭ সেপ্টেম্বর ২০২০  
জাল টাকা উদ্ধারের মামলায় সাহেদের প্রতিবেদন ১৫ অক্টোবর

সাহেদ করিম (ফাইল ছবি)

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের গোপন কার্যালয় থেকে জাল টাকা উদ্ধারের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) ধার্য করেছেন আদালত।

সোমবার (০৭ সেপ্টেম্বর) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিল্লাত হোসেন প্রতিবেদন দাখিলের এ তারিখ ধার্য করেন।

আরো পড়ুন:

গত ১৫ জুলাই সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করে র‍্যাব। ওইদিনই রাজধানীর উত্তরার-১১ নম্বর সেক্টরের সাহেদের একটি ফ্লাটে অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে জাল টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় র‍্যাব-১ কর্মকর্তা মজিবুর রহমান মামলাটি দায়ের করেন।

এদিকে সাহেদকে গ্রেপ্তারের পর তাকে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

ঢাকা/মামুন/জেডআর

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়